ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পর্তুগাল উৎসবে পুরস্কৃত চলচ্চিত্র ‘জালালের গল্প’

প্রকাশিত: ০৭:৪৯, ৩০ জুলাই ২০১৫

পর্তুগাল উৎসবে পুরস্কৃত চলচ্চিত্র ‘জালালের গল্প’

সংস্কৃতি ডেস্ক ॥ সম্প্রতি পর্তুগালে অনুষ্ঠিত হলো ১৯তম আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে পুরস্কার পেয়েছে বাংলাদেশের তরুণ নির্মাতা আবু শাহেদ ইমন নির্মিত এবং ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্র ‘জালালের গল্প’। উৎসবে সেরা অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছেন এ চলচ্চিত্রের অভিনেতা মোশাররফ করিম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১২১ দেশের ২২০০টি নিবন্ধিত চলচ্চিত্র থেকে ১১৮টি চলচ্চিত্র বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। এর মধ্য থেকে বাংলাদেশ, চেকপ্রজাতন্ত্র, যুক্তরাষ্ট্র ও স্পেনের ৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্যদের চূড়ান্ত ফলাফলে পুরস্কার লাভ করে।
×