ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রাণের খেলায় রবীন্দ্রনাথের গান

প্রকাশিত: ০৭:৪৮, ৩০ জুলাই ২০১৫

প্রাণের খেলায় রবীন্দ্রনাথের গান

সংস্কৃতি ডেস্ক ॥ মানবমনের জীবন-উপলব্ধির ক্ষেত্রে রবীন্দ্রনাথের গান জীবন-বোধের নানা সূক্ষ্ম সংবেদনশীল উপলব্ধি শ্রোতার অভিজ্ঞতার দিগন্তকে বিস্তৃত করে। তার গানের চেতনাধারায় স্নাত হয়ে অফুরান প্রাণশক্তি নিয়ে আমরা এগিয়ে চলি সম্মুখের পথে। এই চেতনায় মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হলো নিয়মিত গানের আসর ‘প্রাণের খেলা’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম প্রয়াণ দিবসের এই মাসে তার রচিত গানে তাকে স্মরণ করে গান শোনান শিল্পী শ্রেয়সী রায় ও বুলবুল ইসলাম। অনুষ্ঠানে শিল্পীদ্বয়ের পরিবেশিত গান শুনে মুগ্ধ হোন উপস্থিত শ্রোতা দর্শকরা অনুষ্ঠানে শিল্পী শ্রেয়সী রায় পরিবেশন করে ‘কত অজানারে জানাইলে তুমি’, ‘অসীম ধন তো আছে তোমার’, ‘আমি যখন ছিলেম অন্ধ’, ‘আমার যা আছে আমি সকল দিতে পারি নি’, ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো আরো দাও প্রাণ’ প্রভৃতি শিরোনামের গান। এছাড়া শিল্পী বুলবুল ইসলাম পরিবেশন করে ‘সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা’, ‘তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি’, ‘ছায়া ঘনাইছে বনে বনে’, ‘আমি তখন ছিলেম মগন’, ‘শ্রাবণের পবনে আকুল বিষন্ন সন্ধ্যায়’, ‘আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে’, ‘আজ যেমন করে গাইছে আকাশ’, ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’, ‘কাছে ছিলে দূরে গেলে-দূর হতে এসো কাছে’, ‘আমি আছি তোমার সভার দুয়ার দেশে’, ‘এ পথে আমি যে গেছি বার বার’, ‘একদিন চিনে নেবে তারে’, ‘কেটেছে একেলা বিরহের বেলা’, ‘ও চাঁদ চোখের জলের লাগল জোয়ার’ প্রভৃতি গান। শিল্পীদের সঙ্গে যন্ত্রানুষঙ্গে ছিলেন তবলায় এনামুল হক ওমর, কী-বোর্ডে ইফতেখার হোসেন সোহেল এবং এস্রাজে অসিত বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
×