ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজই কি উৎসবের দিন শেখ জামালের?

প্রকাশিত: ০৭:১৬, ৩০ জুলাই ২০১৫

আজই কি উৎসবের দিন শেখ জামালের?

স্পার্টস রিপোর্টার ॥ মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের শিরোপার ফয়সালা হয়ে যেতে পারে আজই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় গত লীগের শিরোপাধারী ‘বেঙ্গল ইয়োলোস’ খ্যাত শেখ জামাল ধানম-ির মুখোমুখি হবে ‘ব্ল্যাক এ্যান্ড হোয়াইট’ খ্যাত ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। লীগের পয়েন্ট টেবিল জামালকে এমন সমীকরণের সামনে এনে দাঁড় করিয়েছে যে আজকের এই ম্যাচে জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে জামালের। প্রিমিয়ার লীগে ২২ রাউন্ডে মোট ১১০ ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই শেষ হয়েছে ১৯ রাউন্ডের ৯২ ম্যাচ। আরও বাকি আছে তিন রাউন্ডের ১৮ ম্যাচ। কিন্তু আজকের জামাল-মোহামেডান ম্যাচটাতেই উৎসুক দৃষ্টি নিবদ্ধ দৃষ্টি থাকবে ফুটবলপ্রেমীদের। কেননা অনেক হিসেব-নিকেশই জমিয়ে তুলেছে জামাল-মোহামেডান দ্বৈরথটাকে। চলমান লীগে প্রতি দল দুই রাউন্ডে মোট ২০ ম্যাচ খেলবে। ইতোমধ্যে নিজেদের ২০ ম্যাচের ১৭টি শেষ করেছে জামাল। তাদের পয়েন্ট এখন ৪২। ধরে রেখেছে টেবিলের এক নম্বর স্থানটি। এরপর তাদের বাকি থাকবে আরও তিন ম্যাচ। প্রতিপক্ষ হলোÑ মোহামেডান, মুক্তিযোদ্ধা ও ঢাকা আবাহনী। ওই তিন ম্যাচে যদি জামাল হেরে যায় এবং মোহামেডান ও ঢাকা আবাহনী যদি তাদের বাকি সব ম্যাচে জেতে, তাহলে তাদের জামালের চেয়ে এক পয়েন্ট (৪৩) বেশি পাওয়ার সুযোগ রয়েছে। তার মানে জামালের শিরোপা ঘরে তোলার প্রতীক্ষাটা প্রলম্বিত করতে পারে একমাত্র মোহামেডানই। তারা যদি আজকের ম্যাচে জামালের কাছ থেকে এক পয়েন্টও ছিনিয়ে নিতে পারে তবে জামাল পরের দুই ম্যাচ হারলে তাদের মোট পয়েন্ট হবে ৪৩। সেক্ষেত্রে শিরোপা জয়ের লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে শেখ রাসেল। কেননা এখনও তাদের বাকি রয়েছে ৪ ম্যাচ। তবে জামালের সুযোগই বেশি। তারা যদি বাকি তিন ম্যাচের সব ড্র করে তবুও তাদের পয়েন্ট হবে ৪৫। রাসেলের ১৬ ম্যাচে পয়েন্ট ৩২। তার মানে তারা যদি পরের সব ম্যাচে জিততেও পারে তবে তাদের পয়েন্ট হবে ৪৪। তাই জামাল তিন ম্যাচের একটিতে জিতলেও জামালের কাছ থেকে শিরোপা কেড়ে নেয়াটা কারোর সম্ভব হবে না। যদি ধরে নেয়া যায় জামাল পরের তিন ম্যাচের দুইটিতে হেরে একটিতে ড্র করেছে। সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ৪৩। যদি অন্যদলগুলোও ৪৩ পয়েন্ট সংগ্রহ করতে পারে তখন ও জামাল গোলগড়ে অনেক এগিয়ে থাকবে। যদিও সেক্ষেত্রে গোলগড় কোন কাজেই আসবে না। কেননা লীগের নিয়ম অনুযায়ী লীগ শেষে যদি শীর্ষে থাকা দুই দলের পয়েন্ট সমান হয় সেক্ষেত্রে লীগ চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য অনুষ্ঠিত হবে ‘প্লে অফ ম্যাচ।’ এখন দেখার বিষয়, মোহামেডানকে হারিয়ে আজই শিরোপা (টানা দ্বিতীয়) জয়ের উৎসবে মাততে পারে কি না শেখ জামাল।
×