ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভিদালকে নিশ্চিত করল বেয়ার্ন

প্রকাশিত: ০৭:১২, ৩০ জুলাই ২০১৫

ভিদালকে নিশ্চিত করল বেয়ার্ন

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে বেয়ার্ন মিউনিখেই ঠিকানা গড়লেন তরুণ প্রতিভাবান ফুটবলার আর্তুরো ভিদাল। মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার পরই নিজের টুইটার এ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দারুণ একটি ক্যাপশানও দেন ভিদাল। লিখেন, ‘একটি নতুন মঞ্চ...নতুন স্বপ্ন...মিউনিখ এখানে আমরা এসে গেছি।’ হ্যাঁ জুভেন্টাস ছেড়ে বেয়ার্ন মিউনিখে যোগ দেয়ার সব আনুষ্ঠানিকতাই সেরেন নিলেন ভিদাল। এর আগে জার্মান বুন্দেসলিগায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বেয়ার্ন মিউনিখের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে। সেদিন তিনি জানিয়ে দেন যে, ভিদালের ট্রান্সফার ফি ২৬ মিলিয়ন পাউন্ড। সোমবার ডাক্তারি পরীক্ষা শেষ হয়েছে। এখন বেয়ার্নের সঙ্গে অনুশীলনে নামার অপেক্ষা তার। ২০১১ সালে জার্মানির ক্লাব বেয়ার লেভারকুসেন থেকে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছিলেন ভিদাল। এরপর থেকে আর কখনই পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি চিলির এই তারকা ফুটবলারকে। তার যোগ দেয়ার পর জুভেন্টাস ইতালিয়ান সিরি এ’তে টানা চারবার শিরোপা জিতেছে। গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালেও ওঠে তারা। শুধু তাই নয়, গত বছর ব্রাজিল বিশ্বকাপে দেশের হয়ে দারুণ নৈপুণ্য দেখানোর পর সম্প্রতি কোপা আমেরিকার শিরোপা চিলিকে উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভিদাল। তার এমন দুর্দান্ত পারফর্মেন্সের কারণেই ইউরোপের সব বড় ক্লাবের দৃষ্টি ছিল চিলির এই ফুটবলারের দিকে। তবে এই তালিকায় সবচেয়ে এগিয়ে ছিল ইংলিশ ক্লাব আর্সেনাল। গানার ভক্তরাও ভিদালকে দলে নেয়ার জন্য আবেদন করে। কিন্তু শেষ পর্যন্ত আর্সেনাল নয় বেয়ার্ন মিউনিখেই নতুন করে ঠিকানা গড়লেন তিনি। জার্মানির বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বেয়ার্ন। কয়েকদিন আগেই বেয়ার্ন ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন বাস্তিয়ান শোয়াইনস্টাইগার। এরপরই শোয়াইনস্টাইগারের পরিবর্তে ভিদালকে দলে নিলেন অভিজ্ঞ কোচ পেপ গার্ডিওলা। আন্দ্রেয়া পিরলোর পর দ্বিতীয় মিডফিল্ডার হিসেবে ভিদালকে এ মৌসুমে ছেড়ে দিল জুভেন্টাস। জুভেন্টাসের হয়ে ৪ মৌসুমে ১৭১ ম্যাচ খেলেছেন তিনি। এই সময় প্রতিপক্ষের জালে ভিদাল করেন ৪৮ গোল। এর মধ্যে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ২৭ ম্যাচে তার ৯ গোল।
×