ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৫৯ বাংলাদেশী মিয়ানমার থেকে ফিরছে আজ

প্রকাশিত: ০৬:৪১, ৩০ জুলাই ২০১৫

১৫৯ বাংলাদেশী মিয়ানমার থেকে ফিরছে আজ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসী প্রত্যাশীদের মধ্যে বাংলাদেশী হিসেবে শনাক্ত হওয়া ১৫৯ জনকে চতুর্থ দফায় আজ বৃহস্পতিবার ফেরত আনা হচ্ছে দেশে। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টে মিয়ানমারের অভ্যন্তরে এক পতাকা বৈঠকের মাধ্যমে এদের বিজিবির কাছে হস্তান্তর করবে মিয়ানমার। বিজিবি ও মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবি’র ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ রবিউল ইসলাম নেতৃত্ব দেবেন। এ ১৫৯ জনের মধ্যে দেশের ১০ জেলার বাসিন্দা রয়েছে বলে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ন্যাশনাল প্রোগাম অফিসার আসিফ মুনীর। তিনি জানান, এর মধ্যে নরসিংদীর ৮০ জন, নারায়ণগঞ্জ ১২ জন, কিশোরগঞ্জ ১৩ জন, চট্টগ্রাম ১৮ জন, ফরিদপুর ১২ জন, হবিগঞ্জ ১৭ জন, নওগাঁর ২ জন, নাটোর ১ জন, শরীয়তপুর ৩ জন ও বরিশালের ১ জন রয়েছে। ওই ১৫৯ জন বাংলাদেশীর মধ্যে ১৬ জন অপ্রাপ্ত বয়স্ক শিশু-কিশোরও রয়েছে। গত ২১ মে সাগর উপকূলে মিয়ানমারের জলসীমা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জন এবং ২৯ মে আরও ৭২৭ জন অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করে দেশটির নৌবাহিনী। যার মধ্যে ৮ ও ১৯ জুন এবং ২২ জুলাই তিন দফায় দেশে ফেরত আনা হয় ৩৪২ জনকে।
×