ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেএমবি সদস্যবাহী প্রিজনভ্যানের রহস্যময় দুর্ঘটনা

প্রকাশিত: ০৬:৪০, ৩০ জুলাই ২০১৫

জেএমবি সদস্যবাহী প্রিজনভ্যানের রহস্যময় দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার ॥ জেএমবির একাংশের আমিরসহ ৮ জনকে গ্রেফতারের পর পরই বুধবার জেএমবির সদস্যবাহী প্রিজনভ্যান দুর্ঘটনায় পড়ার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রিজনভ্যানটি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১৮ জন জেএমবি সদস্যকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাচ্ছিল। বিমানবন্দরের কাছে প্রিজনভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে। কেউ হতাহত হয়নি। কোন জঙ্গী পালিয়েও যেতে পারেনি। রহস্যময় একটি প্রাইভেটকারের কারণে দুর্ঘটনাটি ঘটে। সেই প্রাইভেটকারটির সন্ধান চলছে। বুধবার বিকেল সাড়ে তিনটায় বিমানবন্দরের বলাকা ভবন ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি জায়গায় প্রিজনভ্যানটি রাস্তার পাশে ফুটপাতে উঠে যায়। পুলিশ জানায়, ভ্যানটিতে ১৮ বন্দী ছিল। যারা নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবির সদস্য। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জঙ্গীদের নিয়ে প্রিজনভ্যানটি গাজীপুরের কাশিমপুর কারাগারে যাচ্ছিল। ঘটনার সময় একটি প্রাইভেটকার প্রিজনভ্যানের পাশ দিয়ে এলোমেলোভাবে যাচ্ছিল। সেই প্রাইভেটকারটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় প্রিজনভ্যানটি ফুটপাথে উঠে যায়। এরপরই দ্রুত প্রাইভেটকারটি পালিয়ে যায়। এমন ঘটনায় স্বাভাবিক কারণেই রহস্যময় সেই প্রাইভেটকারের বিষয়ে সন্দেহ বাড়ছে। গাড়িটিকে শনাক্ত করার কাজ চলছে।
×