ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মার্কিন বার্ষিক রিপোর্ট

মানবপাচার রোধে বাংলাদেশের অবস্থানের পরিবর্তন নেই

প্রকাশিত: ০৭:০০, ২৯ জুলাই ২০১৫

মানবপাচার রোধে  বাংলাদেশের  অবস্থানের  পরিবর্তন নেই

কূটনৈতিক রিপোর্টার ॥ মানবপাচার প্রতিরোধ ও নির্মূলে বিশ্বে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত। এ বিষয়ে বাংলাদেশের উদ্যোগকে এখন পর্যন্ত যথেষ্ট কার্যকর নয় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। সোমবার ওয়াশিংটন ডিসিতে প্রকাশিত মানবপাচার সংক্রান্ত এক প্রতিবেদনে বাংলাদেশকে এ বিষয়ে ন্যূনতম মানদ- রক্ষায় ব্যর্থ উল্লেখ করে বলা হয়, সরকার মানবপাচার প্রতিরোধ আইন নিয়ে প্রস্তুতিমূলক কাজই করে যাচ্ছে, তিন বছরেও তা চূড়ান্ত করেনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এ বার্ষিক প্রতিবেদনে অবস্থান পরিবর্তন না করে বাংলাদেশকে টানা চতুর্থবারের মতো টায়ার-২ এ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ‘ট্রাফিকিং ইন পারসন (টিআইপি)’ শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করেন। ১৮৮টি দেশের সর্বশেষ মানবপাচার পরিস্থিতি এই প্রতিবেদনে তুলে ধরা হয়।
×