ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে স্মৃতিসৌধ নির্মাণ দাবিতে র‌্যালি

প্রকাশিত: ০৬:৩১, ২৯ জুলাই ২০১৫

সিলেটে স্মৃতিসৌধ নির্মাণ দাবিতে র‌্যালি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটে মুক্তিযুদ্ধের জাদুঘরসহ স্বাধীনতার স্মৃতিস্মারক ‘স্মৃতিসৌধ’ নির্মাণের দাবিতে জেলা শিশু কিশোর মেলা মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে ১০ সহস্রাধিক গণস্বাক্ষরসহ স্মারকলিপি প্রদান করেছে। দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক র‌্যালি শুরু হয়ে জিন্দাবাজার-বন্দরবাজার হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংহতি সমাবেশে মিলিত হয়। র‌্যালিতে অংশ গ্রহণকারী সবাই ‘সিলেটে স্মৃতিসৌধ চাই’, ‘মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে চাই’সহ নানা দাবি সংবলিত ফেস্টুন বহন করে। শিশু-কিশোর মেলার সংগঠক রুবাইয়াৎ আহমেদের সভাপতিত্বে এবং লিপন আহমেদের পরিচালনায় র‌্যালি পরবর্তী সংহতি সমাবেশে সংহতি বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়, খেলাঘর সিলেট বিভাগীয় সম্পাদক তাজুল ইসলাম বাঙ্গালী প্রমুখ। কুষ্টিয়ায় হত্যার দায় ৪ জনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৮ জুলাই ॥ হত্যা মামলার রায়ে চার যুবকের যাবজ্জীবন কারাদ- হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা মোঃ আলমগীর হোসেন মঙ্গলবার মিরপুর উপজেলার আবুল কালাম ওরফে কলম ম-ল হত্যা মামলায় এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলো, মিরপুর উপজেলার একাতারপুর গ্রামের মৃত তুলসী সর্দারের ছেলে আব্দুল হান্নান (২৫), তাতীবন্ধ গ্রামের মান্নান ফকিরের ছেলে লিটন ফকির (২৬), মোশাররফ হোসেনের ছেলে সুজাদ আলী (২৩) ও মৃত সোহরাব ম-লের ছেলে রায়দুল ইসলাম (৩২)। আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২৯ ডিসেম্বর রাতে মিরপুরের তাতীবন্ধের মৃত মনছের ম-লের ছেলে আবুল কালাম ওরফে কলম ম-লকে দুর্বৃত্তরা শ্বাসরোধে ও কুপিয়ে হত্যা করে। নওগাঁয় পিস্তলসহ আটক ৪ বিএনপি ক্যাডারকে আদালতে সোপর্দ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ জুলাই ॥ নওগাঁ শহরের আরজী-নওগাঁ মহল্লা থেকে একটি দেশীয় তৈরি পিস্তলসহ আটক ৪ বিএনপি ক্যাডারকে ৫ দিনের রিমান্ড চেয়ে সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা নওগাঁ সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ শামসুল আলম শাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার রাতে মহল্লার একটি সালিশ-বৈঠকে আটক ৪ বিএনপি ক্যাডার পিস্তল বের করে একটি পক্ষকে হত্যার হুমকি দেয়। এ সময় ওই বৈঠকের লোকজন তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরি ওই পিস্তলটি উদ্ধর করে। গ্রেফতারকৃতরা হলো, আরজী-নওগাঁ ঘোষপাড়া মহল্লার মৃত হোসেন ম-লের পুত্র শহরের রানা জুয়েলার্সের স্বত্বাধিকারী মোঃ ইমতিয়াজ ওরফে রানা, আরজী-নওগাঁ দপ্তরীপাড়ার মৃত আহসানুল্লাহর পুত্র মোঃ আব্দুল্লাহ সিদ্দিক ওরফে শান্ত, মোঃ ফরিদুল ইসলামের পুত্র মোঃ সৈকত ওরফে সাজু ও সোলাইমান আলীর পুত্র মোঃ আলামিন। এরা সকলেই এলাকার চিহিৃত বিএনপি ক্যাডার বলে স্থানীয়রা জানিয়েছেন। ঝিনাইদহে বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৮ জুলাই ॥ ঝিনাইদহে বিদ্যুতস্পৃষ্টে ফজর আলী (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ওয়াড়িয়া গ্রামে এ ঘটানা ঘটে। সে ওয়াড়িয়া গ্রামের ইয়াকুব হোসেন মোল্লার ছেলে।
×