ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গরুর জন্য সেনা অভিযান!

প্রকাশিত: ০৫:৫৮, ২৯ জুলাই ২০১৫

গরুর জন্য সেনা অভিযান!

গরুর পানির জন্য ভিনদেশে অভিযানে নেমেছে সেনাবাহিনী। কি বিশ্বাস হচ্ছে না? কিন্তু এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে। সুইস সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের দেশের গরুর পিপাসা মেটানোর জন্য পানি আনার এক অভিযানে নেমেছিলেন। তারা সেখানকার লেকের পানি আনার জন্য কয়েকটি হেলিকপ্টার নিয়ে ফরাসী সীমান্ত অতিক্রম করেছিলেন। আর এই ঘটনাটি নিয়ে ফরাসীদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। সীমানা অতিক্রমের ঘটনাটি নিয়ে স্বয়ং ফরাসী কর্তৃপক্ষও ব্যাপক সমালোচনা করছে। ফ্রান্সের জুরা পর্বতের রোজেজ লেকে সুইস সেনাবাহিনীর হেলিকপ্টার নামার পর তাদের দেখে বিস্ময় প্রকাশ করে ফরাসী কর্মকর্তারা। ফরাসী স্থানীয় কর্তৃপক্ষ বলছে, কোন অনুমতি ছাড়াই সুইস সেনারা তাদের অঞ্চলে প্রবেশ করেছে। কিন্তু সুইস মিডিয়া বলছে যে, দেশটির সেনাবাহিনী ফরাসী বিমানবাহিনীর কাছে অনুমোদন চেয়েই সীমানায় ঢুকেছে, স্থানীয় কর্তৃপক্ষের কাছে নয়। সুইজারল্যান্ডে প্রচ- গরমে দেশটির সমস্ত গরু পানিশূন্যতায় ভুগছে, আর এ কারণে গরুগুলোর প্রচুর পানি প্রয়োজন। তাই সমস্ত গরুর পিপাসা মেটানোর জন্য পানির প্রয়োজন দেখা দিয়েছিল। আর শুধু এই গবাদিপশুর পিপাসা মেটাতেই সুইস সেনাদের এই অভিযান! অভিযানের সময় ফ্রান্সের ওই রোজেজ লেকের পানিতে স্থানীয় লোকজন ও পর্যটকরা সাঁতার কাটছিলেন। সুইস সেনাদের এই পানি আনার অভিযানের ঘটনা স্থানীয় মানুষ ও পর্যটকদের খুবই অবাক করেছে। তবে সুইস সেনাপ্রধান বলেছেন, তারা যখন জানতে পেরেছেন তাদের তথ্য দেশটির বিমান বাহিনীর কাছে পৌঁছায়নি, সেই মুহূর্তে তারা তাদের অভিযান বন্ধ করে দেন। সূত্র : ওয়েবসাইট
×