ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:১৩, ২৮ জুলাই ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

১. রেডিও-এর মাধ্যমে নিচের কোন কাজটি করা যায়? ক) লেখালেখি করা খ) গান ও খবর শোনা গ) ছবি দেখা ঘ) কথা বলা ২. একসময় তথ্য ছিল কিসের মতো? ক) সম্পদের মতো খ) টাকার মতো গ) গোলাকার ঘ) উন্মুক্ত ৩. সেলের বিষয়বস্তু দেখানো হয় কোথায়? ক) ফর্মুলা বারে খ) টাইটেল বারে গ) স্ট্যাটাস বারে ঘ) রিবনে ৪. সামাজিক নেটওয়ার্ক ব্যবহৃত হয়- র. ভিডিও বিনিময় করতে রর. ই-মেইল প্রেরণে ররর. মেসেজ দিতে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৫. টপোলজি কোনটি? ক) এফটিপি খ) হাব গ) রিং ঘ) সুইচ ৬. সেল অ্যাড্রেস দেখা যায় কোথায়? ক) টাইটেল বারে খ) স্ট্যাটাস বারে গ) শিট ট্যাব ঘ) ফর্মুলা বারে ৭. ওয়ার্কশিটে কারসরকে বিভিন্ন সেলে নেওয়া যায়- কোন কি ব্যবহার করে? ক) হেল্প কি খ) ঋ১ কি গ) ট্যাব কি ঘ) নধপশংঢ়ধপব কি ৮. কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে? ক) কম্পিউটার খ) ইন্টারনেট গ) মোবাইল ফোন ঘ) অপটিক্যাল ফাইবার ৯. কমপক্ষে কয়টি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্কিং করা যায়? ক) দুইটি খ) একটি গ) তিনটি ঘ) চারটি ১০. পিপীলিকা কী? ক) একটি সার্চ ইঞ্জিনের নাম খ) একটি ওয়েব ব্রাউজার গ) জব সাইট ঘ) ইন্টারনেট ১১. নিচের কোন সফটওয়্যারে সূত্র ব্যবহারের সুযোগ রয়েছে? ক) স্প্রেডশিট খ) পাওয়ার পয়েন্ট গ) ওয়ার্ড ঘ) ই-মেইল ১২. ভাইরাস কম্পিউটারের যে ধরনের ক্ষতি করে থাকে তা হলো- র. গতি কমে যায় রর. হ্যাং হয়ে যায় ররর. ঘন ঘন রিবুট করে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৩. স্মার্টফোনের অনেক উপকারের মধ্যে আছে- র. অ্যালার্ম রর. জিপিএস ররর. সময় ও তারিখ দেখা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৪. ম্যালওয়্যারের কোন জিনিসগুলেঅ থাকে? ক) প্রোগ্রামিং কোড খ) স্ক্রিপ্ট গ) সক্রিয় তথ্যাধার ঘ) সবগুলো ১৫. ফর্মুলা বারে দেকা যায়- র. সেল অ্যাড্রেস রর. সেল কনটেন্ট ররর. ওয়ার্কবুক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১৬. ভিসিক্যালক কে উদ্ভাবন করেন? ক) অ্যাপল কোম্পানি খ) বিডি জবস গ) রপননৎ′ফ ঘ) অশরল মৎড়ঁ ১৭. গাড়িতে পথ দেখানোর জন্য কোনটি ব্যবহৃত হয়? ক) জিপিএস সিস্টেম খ) মোবাইল গ) ইঞ্জিন ঘ) গুগল ম্যাপ ১৮. বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদগণ যে সার্চ ইঞ্জিন তৈরি করেছেন তার নাম কী? ক) মৌমাছি খ) জোনাকি গ) পিপীলিকা ঘ) গুগল ১৯. ইন্টারনেট বিকাশের আগে সরকারি তথ্যাবলি কোথায় প্রকাশ করা হতো? ক) মোবাইলে খ) ওয়েবপেজে গ) সংবাদপত্রে ঘ) ফ্যাক্স
×