ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নতুন চুক্তিতে ওয়ালকট

প্রকাশিত: ০৬:৩১, ২৮ জুলাই ২০১৫

নতুন চুক্তিতে ওয়ালকট

স্পোর্টস রিপোর্টার ॥ আর্সেনালের সঙ্গে নতুন করে চুক্তি করতে যাচ্ছেন থিও ওয়ালকট। গানারদের অভিজ্ঞ কোচ আর্সেন ওয়েঙ্গারই বিষয়টি জানিয়েছেন। আগামী মৌসুম শেষেই আর্সেনালের সঙ্গে থিও ওয়ালকটের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। তাই দলের তরুণ প্রতিভাবান এই ফরোয়ার্ড যেন অন্য কোন ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে না পারে সেজন্য এখনই চুক্তির মেয়াদ বৃদ্ধির পথ হাঁটছেন। নতুন চুক্তির মেয়াদ হবে চার বছর। এর ফলে ২০২০ সাল পর্যন্ত ইংলিশ জায়ান্ট এই ক্লাবটিতেই থাকতে চাচ্ছেন। নতুন চুক্তি অনুযায়ী এক সপ্তাহে ওয়ালকটের আয় হবে ১৫৫ হাজার ডলার। ওয়ালকটের চুক্তির বিষয়ে আর্সেন ওয়েঙ্গার বলেন, ‘এখন পর্যন্ত সে কোন ধরনের চুক্তি স্বাক্ষর করেনি। তবে আমরা সে বিষয়ে কোন ধরনের চুক্তি না করলেও দ্রুতই তাকে দলভুক্ত করার জন্য প্রায় সবকাজই দারুণভাবে চলছে।’ গত মৌসুমে এফএ কাপের শিরোপা জিতে আর্সেনাল। এছাড়া আর কোন মেজর টুর্নামেন্টে নজর কাড়তে পারেনি তারা। ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা না পাওয়ার আক্ষেপটা বেশিদিনের। তবে আসছে মৌসুমে নতুন করে দল ঘোচাতে সব ধরনের কাজ করে যাচ্ছে গানাররা। বিভিন্ন প্রতিবেদনে উঠে আসা তথ্যের উপর ভিত্তি করে জানা যায়, ২০০ মিলিয়ন পাউন্ড আছে হাতে। তাই ইংলিশ জায়ান্ট আর্সেনালের কোচের স্বাধীনতা অবাধ। এই টাকা নতুন মৌসুমে কেনা খেলোয়াড়দের জন্য ব্যয় করতে পারবেন। ক্লাব ম্যানেজার ওয়েঙ্গারের শপিং লিস্টে অবশ্য রোনাল্ডো কিংবা মেসি নেই। ২০০ মিলিয়ন পাউন্ড অংকের টাকাটা অনেক। তাই ইংলিশ ক্লাবটির পরিচালক লর্ড হ্যারিস কোচকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে বলছেন, ‘আমরা মাঠে নামলে সম্ভবত বিশ্বের যে কোন খেলোয়াড়কে কিনতে পারব, বিক্রি যোগ্য নয় এমন গোটা ছয়েক খেলোয়াড় ছাড়া। আমাদের এ্যাকাউন্টে এ জন্য ২০০ মিলিয়ন পাউন্ডের বেশি আছে।’ তাহলে কাকে কিনবে আর্সেনাল। মেসুত ওজিল ও আলেক্সিস সানচেজের দিকেও চোখ আছে ওয়েঙ্গারের। ‘সমস্যা হলো পছন্দ করার মতো বেশি খেলোয়াড় ট্রান্সফার মার্কেটে নেই। মেসি ও রোনাল্ডোকে বাদ দিয়ে যে কাউকে কিনতে পারে সে। যে খেলোয়াড়কে কোচ চায় তার জন্য ক্লাব রেকর্ডও ভাঙতে প্রস্তুত আমরা।’ মেসি-রোনাল্ডোকে না কিনলেও ইংলিশ প্রিমিয়ার লীগের দল আর্সেনালে নাম লেখাতে যাচ্ছেন ফরাসী তারকা করিম বেনজেমাকে। অস্ট্রেলিয়ায় ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলার পর বর্তমানে চীনে অবস্থান করছেন রিয়াল মাদ্রিদ। সেখানে স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার রোনাল্ডো-বেনজেমার সময়টা দারুণ কেটেছে। তবে স্প্যানিশ ক্লাবটি যতই বলুক, এই মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের পাশে বেনজেমা খেলবেন। আর্সেনাল কিন্তু ফরাসী স্ট্রাইকারকে নেয়ার বিষয়ে অনেক দূর এগিয়ে এসেছে। বরুশিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড মার্কো রুইজকে দলে পেতে আগ্রহ দেখিয়েছে রাফায়েল বেনিতেজের দল। তারপর থেকেই নাকি মাদ্রিদ ছাড়ে চাইছেন বেনজেমা। গত বছর রিয়ালে কোন ট্রফি না এলেও ফর্মে ছিলেন তিনি। শোনা যাচ্ছে, ফরাসী তারকাকে পেতে ৪০ মিলিয়ন পাউন্ড খরচ করতে চলেছে গানার্সরা। সব ঠিকঠাক থাকলে আর্সেন ওয়েঙ্গারের তত্ত্বাবধানেই আসন্ন মৌসুমে দেখা যাবে বেনজেমাকে। তবে ফরাসী তারকা রিয়াল ছেড়ে আর্সেনাল যাচ্ছেন কি না তার বলবে সময়।
×