ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে সেমিনার

সকল হৃদরোগীর সার্জারি দেশেই সম্ভব

প্রকাশিত: ০৬:২২, ২৮ জুলাই ২০১৫

সকল হৃদরোগীর সার্জারি দেশেই সম্ভব

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার বলেছেন, বাংলাদেশ বর্তমানে স্বাস্থ্যসেবার দিক থেকে দক্ষিণ এশিয়াসহ সমগ্র এশিয়াতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কার্ডিয়াক সার্জারি (হৃদরোগজনিত অপারেশন) জটিল ও ব্যয়বহুল হলেও দেশের চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্সের মাধ্যমেই দেশে অপারেশনের জন্য অপেক্ষমাণ বিরাট সংখ্যক হৃদরোগীর সার্জারি দেশেই করা সম্ভব। তবে এ বিষয়ে প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাঃ মিলন হলে কার্ডিয়াক সার্জারি বিষয়ক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন ভারতের প্রখ্যাত কার্ডিয়াক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ সুরেশ জি রাও। এতে সভাপতিত্ব করেন কার্ডিয়াক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ অসিতবরণ অধিকারী। অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার বলেন, বাংলাদেশে শিক্ষা ও প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যখাতের উন্নয়ন অতীতের যে কোন সময়ের চাইতে বর্তমানে বেশি হয়েছে। শিশুমৃত্যু হার ও মাতৃমৃত্যু হার উল্লেখযোগ্য হারে কমেছে। দেশের মানুষের গড় আয়ু ৬৯ বছরে উন্নীত হয়েছে। নোবেল জয়ী ড. অর্মত্য সেনও বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন। দেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আর এসবই জাতির জনক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ভারতের প্রখ্যাত কার্ডিয়াক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ সুরেশ জি রাও বাংলাদেশ সফর করছেন ও প্রশিক্ষণ প্রদান করছেন। তাঁর মাধ্যমে এদেশের কার্ডিয়াক সার্জনগণ এ বিষয়ে বিশেষভাবে উপকৃত হবেন। দেশের শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অদূর ভবিষ্যতে দেশে উল্লেখযোগ্য সংখ্যক কার্ডিয়াক সার্জন তৈরি করতে সক্ষম হবে, যা দেশে হৃদরোগে আক্রান্ত মানুষের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। -বিজ্ঞপ্তি
×