ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিশু নির্যাতনের সাজানো ছবি

সাতক্ষীরায় দুই সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৫:৪৮, ২৮ জুলাই ২০১৫

সাতক্ষীরায় দুই সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শ্যামনগরে দুই শিশু নির্যাতনের সাজানো ছবির ঘটনায় দুই সাংবাদিকসহ চারজনকে আসামি করে মামলা হয়েছে। জয়নগর গ্রামের মাজেদ গাজীর ছেলে আনিসুর রহমান বাদী হয়ে রবিবার রাতে শ্যামনগর থানায় এই মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তি আইনে পুলিশ এ মামলা রেকর্ড করেছে। মামলার আসামিরা হলেন, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূতের শ্যামনগর উপজেলা প্রতিনিধি প্রভাষক সামিউল মনির, একই পত্রিকার কাশিমারি প্রতিনিধি (সম্প্রতি অব্যাহতি দেয়া) রবিউল ইসলাম, গোপালপুর গ্রামের আব্দুর রশিদ গাজী ও জয়নগর গ্রামের ইউনুস আলী। শ্যামনগর থানার ওসি ইনামুল হক মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গণমাধ্যমে প্রকাশিত শিশু নির্যাতনের সাজানো ছবিটি ছিল স্পর্শকাতর। ছবি সাজানোর ঘটনায় এই মামলা দায়ের হয়েছে। আসামিরা পলাতক। গত ১৬ জুলাই শ্যামনগর উপজেলার কাশিমারি ইউনিয়নের জয়নগর গ্রামে ইসমাইল তরাফদারের ছেলে ইয়াছিন (৮) ও হামিদ তরাফদারের ছেলে নাছিমকে (৮) নির্যাতন করা হয়। ২১ জুলাই স্থানীয় একটি দৈনিকে এই ছবিটি প্রকাশ হলে ২২ জুলাই পুলিশ নির্যাতনকারী জয়নগর গ্রামের গোলাম মোস্তফাকে গ্রেফতার করে। এ ছবি ২৩ জুলাই কয়েকটি জাতীয় দৈনিকে ফলাও করে প্রকাশিত হলে বিভিন্ন সংস্থা থেকে তদন্ত শুরু হয়। তদন্তে নির্যাতনের ছবিটি সাজানো বলে প্রমাণিত হয় এবং এই ছবির নেপথ্যে কথিত সাংবাদিকের কারসাজি রয়েছে বলে পুলিশ জানতে পারে। পরে পুলিশ নির্যাতিত শিশু ইয়াছিনের বাড়ি থেকে ছবি তোলায় ব্যবহৃত লোহার শিকল ও দড়ি উদ্ধার করে।
×