ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেলারুশ বাংলাদেশে ট্রাক্টর কারখানা স্থাপনে আগ্রহী

প্রকাশিত: ০৪:১৬, ২৮ জুলাই ২০১৫

বেলারুশ বাংলাদেশে ট্রাক্টর কারখানা স্থাপনে আগ্রহী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেলারুশ সরকার বাংলাদেশের সরকার কিংবা ব্যবসায়ীদের সঙ্গে তাদের যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি ট্রাক্টর কারখানা স্থাপন করতে আগ্রহী বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বেলারুশ সফর শেষে দেশে ফিরে রবিবার এ তথ্য জানান শিল্পমন্ত্রী। তিনি বেলারুশের শিল্প উপমন্ত্রী সঙ্গে বৈঠকের উদ্বৃতি দিয়ে বলেন, বেলারুশ বাস, ট্রাক, অটো মোবাইলস, ইলেক্ট্রনিকস লিফট, পাওয়ার জেনারেটর, ট্রাক্টর, কমবাইন্ড হারবেস্টরসহ মেশিনারিজ উৎপাদন করে থাকে। দেশটি তাদের উৎপাদিত ট্রাক্টর পৃথিবীর ১২০টি দেশে রফতানি করে থাকে। তারা তাদের মোট উৎপাদনের ৭০ শতাংশ বিদেশে রফতানি করে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। বাংলাদেশ আয়তনে ছোট হলেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ সরকারের ঘোষিত খাদ্যে নিরাপত্তা কর্মসূচীর আওতায় বাংলাদেশ কৃষি উৎপাদন ব্যবস্থাকে যান্ত্রিকীকরণের জন্য বেলারুশের সহযোগিতা নেয়া যেতে পারে।’ তিনি বলেন, ‘বিদেশী বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পেশাল ইকোনোমিক জোন তৈরি করা হচ্ছে। এসব জোনে চীন, কোরিয়া, ভারতসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন। বেলারুশের বিনিয়োগকারীরা যদি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হন, তবে তাদের জন্য এ সকল স্পেশাল ইকোমিক জোনে বিনিয়োগের ব্যবস্থা করা যেতে পারে। ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশী পণ্যের ডিউটি ফ্রি এবং কোটা ফ্রি প্রবেশাধিকার রয়েছে।’ বিশ্বের সহস্র ব্যাংকের তালিকায় ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের একমাত্র ব্যাংক হিসেবে এবারও বিশ্বসেরা ১ হাজার ব্যাংকের তালিকায় স্থান পেয়েছে। তিন বছরে ৪৬ ধাপ এগিয়ে ২০১৫ সালে মূলধন সক্ষমতার বিচারে এ ব্যাংকের অবস্থান এখন ৯৫৪তম। ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে এর অবস্থান ছিল যথাক্রমে ১০০০তম, ৯৮৪তম এবং ৯৭০তম। এ ছাড়াও রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন অন এ্যাসেটস, ক্যাপিটাল এ্যাসেটস রেশিও এবং সম্পদের পরিমাণ ক্যাটাগরিতে ইসলামী ব্যাংকের অবস্থান যথাক্রমে ৭০, ২৫০, ৭৯১ এবং ৭৮৫তম। যুক্তরাজ্যভিত্তিক শতাব্দী প্রাচীন ম্যাগাজিন ‘দি ব্যাংকার’ ১৯৭০ সাল থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের সেরা ব্যাংকগুলোর র‌্যাংকিং প্রকাশ করে আসছে। বিশ্বের ১৬৩টি দেশের শীর্ষস্থানীয় ৫ হাজারের অধিক ব্যাংকের বিভিন্ন তথ্য-উপাত্ত ও মূল্যায়নের ভিত্তিতে ম্যাগাজিনটি প্রতি বছর জুলাইয়ে এ তালিকা প্রকাশ করে যা বিশ্বব্যাপী স্বীকৃত ও সমাদৃত। সেরা হাজার ব্যাংকের তালিকায় স্থান পাওয়ার মাধ্যমে ইসলামী ব্যাংক বিশ্বমানের ব্যাংকিং প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। এটি দেশের আর্থিক খাতের সক্ষমতা ও ক্রমোন্নতির নিদর্শন বহন করে। -বিজ্ঞপ্তি
×