ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ম্যানইউর কাছে আত্মসমর্পণ বার্সিলোনার

প্রকাশিত: ০৬:৫৭, ২৭ জুলাই ২০১৫

ম্যানইউর কাছে আত্মসমর্পণ বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ দলের দুই প্রাণভোমরা লিওনেল মেসি ও নেইমারকে ছাড়া প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে বার্সিলোনা। যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-১ গোলে হেরেছে গত মৌসুমে ট্রেবলজয়ী বার্সা। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ম্যানইউর হয়ে গোল করেন অধিনায়ক ওয়েন রুনি, জেসে লিনগার্ড ও আদনান জানুজাজ। ক্যাটালানদের হয়ে ম্যাচের শেষ মিনিটে একমাত্র সান্ত¡নাসূচক গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। একই আসরে জয় পেয়েছে আরেক ইংলিশ ক্লাব চেলসি। ইংলিশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়নরা পেনাল্টি শূটআউটে ৬-৫ গোলে হারায় ফরাসী লীগ ওয়ানের চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেইনকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। পিএসজির হয়ে জ¬াতান ইব্রাহিমোভিচ আগে গোল করলেও চেলসিকে সমতায় ফেরান ভিক্টর মোসেস। অন্যদিকে এমিরেটস কাপে অলিম্পিকস লিঁওকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। আর প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে বুরুশিয়া ডর্টমুন্ডের কাছে ২-০ গোলে হেরেছে জুভেন্টাস। জার্মান ক্লাব বরুসিয়ার কাছে এটি প্রতিশোধের ম্যাচও বটে। কারণ গত চ্যাম্পিয়ন্স লীগে ইতালিয়ান চ্যাম্পিয়নদের কাছে হেরেই আসর থেকে ছিটকে পড়েছিল জার্মান ক্লাবটি। বার্সাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স কাপে ম্যানইউ টানা দ্বিতীয় জয় পেয়েছে। নিজেদের প্রথম ম্যাচে সান জোসে আর্থকোয়েকসকে ৩-২ গোলে হারিয়েছিল রেড ডেভিলসরা। অন্যদিকে দলের মূল দুই তারকা লিওনেল মেসি ও নেইমারকে ছাড়াই এই আসরে খেলতে আসা বার্সিলোনা নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগের দল লস এ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে। ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় ইউনাইটেড। এ্যাশলে ইয়ংয়ের বাড়ানো বলে হেড করে গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনি। প্রথমার্ধের শেষদিকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বার্সিলোনা। কিন্তু লুইস সুয়ারেসের জোরালো শট পোস্টে লাগলে হতাশ হতে হয় স্প্যানিশ চ্যাম্পিয়নদের। বিরতির পর ৬৫ মিনিটে ইউনাইটেডের ইংলিশ মিডফিল্ডার জেসে লিনগার্ড ব্যবধান দ্বিগুণ করলে বার্সার ম্যাচে ফেরার আশা ফিকে হয়ে যায়। ৭২ মিনিটে বল ফের পোস্টে লাগার হতাশা যোগ হয় বার্সিলোনা শিবিরে। এবার তরুণ স্ট্রাইকার মুনির এল হাদ্দাদির হেড পোস্টে লেগে ফিরে আসে। এরপরও ৯০ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহা দুর্দান্ত এক ভলিতে ব্যবধান কমালে নাটকীয়তার সম্ভাবনা জাগে। কিন্তু পরেই মিনিটেই ইউনাইটেডের জয় নিশ্চিত করেন বেলজিয়ামের মিডফিল্ডার আদনান জানুজাজ। ম্যাচ শেষে বার্সিলোনার কোচ লুইস এনরিকে ম্যানইউর কোচ লুইস ভ্যান গালকে প্রশংসায় ভাসান। তার মতে, আসছে নতুন মৌসুমে ডাচ্ কোচের অধীনে রেড ডেভিলসদের ট্রেবল শিরোপা জয়ের সম্ভাবনা আছে। এনরিকে বলেন, এক মৌসুম আগে বার্সা ট্রফিহীন ছিল। কিন্তু গত মৌসুমেই আমরা ট্রেবল জয় করি। ম্যানইউও এমনটি করতে পারে। এটা একটা সেরা ক্লাব। তিনি আরও বলেন, ভ্যান গালের মতো একজন বিশ্বমানের কোচ ম্যানইউর দায়িত্বে আছেন। তাদের দলে ভালমানের বেশ কয়েকজন খেলোয়াড়ও আছে। এটা এমন একটি দল যারা যেকোন আসরে শিরোপা জেতার অন্যতম দাবিদার। হার প্রসঙ্গে বার্সা কোচ বলেন, এটা লজ্জার যে মাঠ অনেক শুষ্ক ছিল। এতে দুই দলকেই বেগ পেতে হয়েছে। গোলপোস্টে বল লাগায় আমরা কয়েকটি নিশ্চিত গোল থেকে বঞ্চিত হই। তবে এটি খেলারই অংশ। এ নিয়ে আমার কোন আক্ষেপ নেই। অবশ্য এ ম্যাচে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। আগের ম্যাচে অখ্যাত ক্লাব নিউইয়র্ক রেড বুলসের কাছে বাজেভাবে হারের পর জয়ের ধারায় ফিরেছে চেলসি। ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় পরে টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে জয় পায় জোশে মরিনহোর শিষ্যরা। এ ম্যাচ জয়ে দারুণ অবদান রাখেন চেলসি গোলরক্ষক থিবাউট কোরটোইস। ম্যাচে ব্লুজদের হয়ে অভিষেক হয় রাদামেল ফ্যালকাওয়ের।
×