ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শমুলিয়া-কাওড়াকান্দি

বৈরী আবহাওয়ায় নৌযান চলাচল বন্ধ

প্রকাশিত: ০৬:৫৩, ২৭ জুলাই ২০১৫

 বৈরী আবহাওয়ায়  নৌযান চলাচল  বন্ধ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বৈরী আবহাওয়ায় পদ্মায় উত্তাল হয়ে ওঠায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ, স্পীডবোট এবং ডাম্প ফেরি চলাচল বন্ধ রয়েছে। রবিবার দুপুর থেকে শিমুলিয়া ঘাট থেকে এসব ছোট নৌযান বন্ধ করে দেয়া হয়। ৬টি ডাম্প ফেরি বন্ধ থাকলেও ৩টি রোরোসহ ১০টি ফেরি দিয়ে পারাপার চলছে। শিমুলিয়া নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন জানান, বৈরী আবহাওয়ায় পদ্মা নদীর পানি উত্তাল ঢেউ ও তীব্র স্রোত দেখা দেয়। এতে দুর্ঘটনা এড়াতে উভয়ঘাট থেকে লঞ্চ, সিবোট, ট্রলারসহ ছোট ছোট নৌযানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বন্ধ রাখা নৌযান চালু করা হবে। বিআইডব্লিটিসির সহকারী মহাব্যবস্থাপক এসএস আশিকুজ্জামান জানান, বৈরী আবহাওয়া ও পদ্মা উত্তাল থাকায় ৬টি ড্রাম ফেরি বন্ধ রয়েছে। তবে ৩টি রোরো ফেরিসহ ১০টি ফেরি চলাচল বাস-ট্রাক ও প্রাইভেটসহ জনসাধারণ পারাপার করছে। এদিকে নৌরুটে লঞ্চ, স্পীডবোট ও ট্রলার চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণ পারাপার বিঘিœত হচ্ছে।
×