ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জ ও ভাঙ্গায় সংঘর্ষে আহত ১৬

প্রকাশিত: ০৬:৫১, ২৭ জুলাই ২০১৫

কিশোরগঞ্জ ও ভাঙ্গায়  সংঘর্ষে আহত ১৬

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৬ জুলাই ॥ কিশোরগঞ্জে পারিবারিক জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে একটি পাইপগান উদ্ধার করেছে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে হারুন অর রশিদ গুরুতর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। রবিবার দুপুরে শহরের চরশোলাকিয়ায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, চরশোলাকিয়া এলাকার সাবেক ফুটবলার ইয়াহিয়া ভূঁইয়া ও তার বড় ভাই মোখলেসুর রহমান ভূঁইয়ার সঙ্গে তাদের সৎভাই নূরুল আমিনের পারিবারিক কৃষি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছে। রবিবার বেলা ১২টায় মোখলেসুর রহমান ভূঁইয়ার পক্ষ বিরোধপূর্ণ জমিতে চাষ করতে গেলে আব্দুর রাজ্জাককে প্রতিপক্ষের লোকজন মারপিট করে। সংবাদদাতা, ভাঙ্গা, ফরিদপুর, থেকে জানান, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের সোনামুখী গ্রামে পাট কাটাকে কেন্দ্র করে রবিবার সকালে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে পনেরো জন আহত হয়েছে। আহতদের সাতজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে। জানা যায়, কুদ্দুস খন্দকার ও ইসকান্দার খন্দকার দীর্ঘদিন যাবত জমি ভোগ করে আসছে। এবার তারা সে জমিতে পাটও বুনেছে। কিন্তু জলিল খন্দকার ও মজিদ খন্দকার ওই জমি দাবি করে বিরোধ সৃষ্টি করে আসছে। ঘটনার দিন রবিবার সকালে জলিল ও মজিদ খন্দকারের প্রায় পঁচিশ জন লোক ঢাল, কাতরা, টেঁটা, রামদা ইত্যাদি নিয়ে ওই জমির পাট কাটতে যায়।
×