ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রহ্মপুত্রের ভাঙ্গনে বিলীন গাইবান্ধার পাগলার চর

প্রকাশিত: ০৬:৫১, ২৭ জুলাই ২০১৫

ব্রহ্মপুত্রের ভাঙ্গনে বিলীন গাইবান্ধার পাগলার চর

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৬ জুলাই ॥ রাক্ষুসী ব্রহ্মপুত্রের করাল গ্রাসে বিলীন ফুলছড়ির এরেন্ডাবাড়ি ইউনিয়নের পাগলার চর গ্রাম। হুমকির সম্মুখীন তিনথোপার চর। নদী ভাঙ্গনে বসতভিটা হারিয়ে মানবেতর জীবন যাপন করছে এই গ্রামের ৩শ’ ৭০ পরিবার। ঈদের সময় ভিজিএফ কার্ডের ১০ কেজি চাল ছাড়া তাদের ভাগ্যে জোটেনি সরকারী-বেসরকারী কোন সাহায্য সহযোগিতা এমনই অভিযোগ ভুক্তভোগীদের। ভাঙ্গনকবলিত এলাকায় গেলে সুবিধা না পাওয়ার সূত্র ধরেই নদী ভাঙ্গনের শিকার সহায় সম্বলহীন রাশেদা বেগম (২৫) আক্ষেপ করে বলেন, ‘ভোট নেওনের সময় হ্যাগো (মেম্বার, চেয়ারম্যান, এমপি) মিষ্টি কথা হুইন্যা পরানটা ভইড়্যা যায়। ভোট পার হওয়ার পর হ্যারা (তারা) আমাগো চেনে না! তাই চর ভাইঙ্গা আমরা ভাইস্যা গেলেই বা কার কি? আমাগো দুঃখ বোঝার এমন কেউ কি আছে’? দেখা গেছে, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চল এরেন্ডাবাড়ি ইউনিয়নের পাগলার চর গ্রামটি ব্রহ্মপুত্রের ক্রমান্বয়ে ভাঙ্গনে গত দুই সপ্তাহ আগে নদীগর্ভে বিলীন হয়।
×