ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডিএনডিতে কয়েক লাখ মানুষের ভরসা নৌকা

প্রকাশিত: ০৬:৫০, ২৭ জুলাই ২০১৫

ডিএনডিতে কয়েক লাখ  মানুষের ভরসা নৌকা

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৬ জুন ॥ রাজধানী ডেমরার সারুলিয়া ইউনিয়নের গ্রীন সিটি আবাসিক এলাকার (পূর্ব ডগাইর) ডিএনডির অভ্যন্তরের বাসিন্দা ব্যবসায়ী আজাদদের বাড়ির রাস্তাটি এখন কোমর সমান পানিতে তলিয়ে আছে। তাই এখন নৌকা দিয়ে তাদের বাড়িতে যাতায়াত করতে হচ্ছে। গত এক মাস ধরে কোমর সমান পানি ভেঙ্গে বাড়িতে যেতে হয়। তাই গত ৫ দিন আগে ২ হাজার টাকা দিয়ে কাঠের তৈরি একটি নৌকা কিনে এনেছেন। এখন নৌকাই তাদের চলাচলের একমাত্র ভরসা। শুধু আজাদদের বাড়িই নয় তাদের মতো ডেমরার গ্রীন সিটি আবাসিক এলাকা, পূর্ব ডগাইর, কোদাল দোয়াসহ পশ্চিম সানারপাড়, তাঁতী পুকুর পাড় এলাকাসহ আশপাশে প্রায় প্রতিটি বাড়িতে ও রাস্তাঘাটে বর্ষণের পানি ঢুকেছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে আছে। কোন কোন রাস্তা হাঁটু সমান আবার কোন কোন রাস্তা কোমর সমান পানিতে ডুবে আছে। ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ অভ্যন্তরে বর্ষণের পানিতে নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে ডুবে গেছে রাস্তাঘাট, বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা, দোকানপাট, গ্যারেজ, শিক্ষা প্রতিষ্ঠান, মিল-কারখানা, সবজি ক্ষেত, নার্সারীসহ নানা স্থাপনা। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে কয়েক লাখ বাসিন্দা। এবারও সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। ফলে নিম্নাঞ্চলের রাস্তাঘাট, বাড়িঘ.র, স্কুল-কলেজ, মসজিদ- মাদ্রাসা, মিল-কারখানা, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, গ্যারেজ, সবজি ক্ষেত, নার্সারীসহ নানা স্থাপনা পানিতে তলিয়ে যায়।
×