ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাল্টে গেল গ্রিন ব্যাংকিংয়ের নাম

প্রকাশিত: ০৬:৪১, ২৭ জুলাই ২০১৫

পাল্টে গেল গ্রিন ব্যাংকিংয়ের নাম

বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং এ্যান্ড সিএসআর ডিপার্টমেন্টের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। এখন থেকে এটি ‘সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট’ নামে নামকরণ করা হয়েছে। রবিবার কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলার জারি করে বিষয়টি দেশে কার্যরত সকল তফসিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে গ্রিন ব্যাংকিং এবং সিএসআর সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এই বিভাগটি সম্পাদন করবে। যে কারণে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে তাদের প্রয়োজনীয় রিপোর্টিং বা সকল তথ্য মহাব্যবস্থাপক, ‘সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট’ বরাবর পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। অবিলম্বে এটি কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে সার্কুলারে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×