ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কর্মশালায় ককাস নেতারা আগামী অধিবেশনে আদিবাসী অধিকার আইন বেসরকারী বিল আনব

প্রকাশিত: ০৬:০১, ২৭ জুলাই ২০১৫

কর্মশালায় ককাস নেতারা আগামী অধিবেশনে আদিবাসী অধিকার আইন বেসরকারী বিল আনব

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের আগামী অধিবেশনে প্রস্তাবিত ‘আদিবাসী অধিকার আইন’ বেসরকারী বিল আকারে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের নেতারা। তারা বলেছেন, সংবিধানে দেশের সব নাগরিকের সমান অধিকারের স্বীকৃতি রয়েছে। একই সঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থার বিধানও সংবিধানে আছে। বর্তমানে আদিবাসীরা জাতীয় জীবনের সবক্ষেত্রে প্রান্তিক অবস্থানে উপনীত হয়েছেন। তাদের অধিকার সুরক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করার জন্যই সংসদে প্রস্তাবিত আইনটির উত্থাপন জরুরী। রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশ আদিবাসী অধিকার আইন’ শীর্ষক এক কর্মশালায় তারা এসব কথা বলেন। আদিবাসী বিষয়ক বিভিন্ন সংগঠনের সহযোগিতায় আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস এ কর্মশালার আয়োজন করে।
×