ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে তিন জনের মৃত্যু নিখোঁজ ১

প্রকাশিত: ০৫:৫৮, ২৭ জুলাই ২০১৫

ঝড়ের কবলে পড়ে  নৌকাডুবিতে তিন  জনের মৃত্যু নিখোঁজ ১

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ২৬ জুলাই ॥ সুনামগঞ্জের শাল্লা উপজেলার ভেড়া নদীর মোহনায় চ্যাপটা বিলে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে তিনজনের মৃত্যু হয়েছে। এঘটনায় জোৎসনা বেগম নামে আরও একজন নিখোঁজ রয়েছে। নৌকাডুবিতে মৃত ৩ জনের নাম পরিচয় পাওয়া গেছে। এরা হলেন রামপুর গ্রামের ইমরুল মিয়ার স্ত্রী ও সন্তান সামিনা বেগম (২৬) ও জনি মিয়া (৫)। একই গ্রামের ছাদিকুর মিয়া কন্যা প্রীতি বেগম (৩)। রবিবার বিকেলে এ নৌকাডুবির ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে আজমিরীগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৌকা ভেড়া নদীর চ্যাপটা বিলে ঝড়ের কবলে পড়লে নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনার পর নৌকায় থাকা ১১ জন যাত্রীর মধ্যে ৭ জন তীরে উঠতে পারলেও বাকিরা নদীতে ডুবে যায়। এব্যাপারে শাল্লা থানার পুলিশ নৌকাডুবিতে তিনজনের মৃত্যু ও একজন নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজদের সন্ধানে স্থানীয় ডুবুরিদের সহায়তায় পুলিশ চেষ্টা চালাচ্ছে।
×