ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘জুরাসিক ওয়ার্ল্ড’ চলচ্চিত্রের আয়ের রেকর্ড

প্রকাশিত: ০৬:৪৯, ২৬ জুলাই ২০১৫

‘জুরাসিক ওয়ার্ল্ড’ চলচ্চিত্রের আয়ের রেকর্ড

সংস্কৃতি ডেস্ক ॥ সাম্প্রতিক সময়ে অনেকটাই ধুন্ধুমার ব্যবসা করছে ক্রিস প্র্যাট, ব্রাইস ড্যালাস হাওয়ার্ড ও ভারতের ইরফান খান অভিনীত চলচ্চিত্র ‘জুরাসিক ওয়ার্ল্ড’। বক্স অফিসের মোট কালেকশনের নিরিখে তিন নম্বরে উঠে এসেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’। দুনিয়া জোড়া ব্যবসায় এখনও পর্যন্ত ১.৫২ বিলিয়ন মার্কিন ডলার তুলেছে চলচ্চিত্রটি। মুনাফার দৌড়ে পিছনে ফেলে দিয়েছে সাম্প্রতিক সময়ের ‘দ্য এ্যাভেনজার্স’ চলচ্চিত্রকে। ‘জুরাসিক ওয়ার্ল্ড’ চলচ্চিত্রের আগে এই মুহূর্তে রয়েছে জেমস ক্যামেরনের ‘অবতার’ এবং ‘টাইটানিক’। তবে ‘জুরাসিক ওয়ার্ল্ড’ এই দু’টি চলচ্চিত্রকে আর চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে না বলে মনে করা হচ্ছে। কেননা, আমেরিকা এবং চীন অর্থাৎ সবচেয়ে বড় দুটি বাজারে টিকিট বিক্রি পড়তির দিকে। আগামী ৫ আগস্ট জাপানে মুক্তি পাবে চলচ্চিত্রটি। রাজনকে নিয়ে নাটক ও প্রামাণ্যচিত্র সংস্কৃতি ডেস্ক ॥ সিলেটের সামিউল আলম রাজনের নৃশংস হত্যাকা- নিয়ে নির্মিত হচ্ছে নাটক ও প্রামাণ্যচিত্র। এর মধ্যে প্রামাণ্যচিত্রের শূটিং সম্পন্ন হয়েছে। আগামী ৭ আগস্ট নাটকের শূটিংয়ের কাজ শুরু হবে। প্রামাণ্যচিত্র এবং নাটক নির্মাণ করছেন পরিচালক জিএম সৈকত। রাজনের ঘটনার নাট্যরূপ দিয়েছেন জিএম স্পর্শ। নাটকটি প্রযোজনা করছেন ইসমত আরা লিমন।
×