ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগি লাইনচ্যুত ॥ চাঁদপুর-লাকসাম লাইনে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: ০৬:০৬, ২৬ জুলাই ২০১৫

বগি লাইনচ্যুত ॥ চাঁদপুর-লাকসাম লাইনে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৫ জুলাই ॥ চাঁদপুর-চট্টগ্রাম ঈদ স্পেশাল-১ ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হওয়ার কারণে চাঁদপুর-লাকসাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার বিকেল ৪টায় শাহরাস্তি উপজেলার চিতোষী কান্দিরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। চিতোষী স্টেশন মাস্টার তপন কুমার মিত্র জানান, শনিবার বেলা সাড়ে ১১ টায় চট্টগ্রাম থেকে ১০টি বগি নিয়ে ঈদ স্পেশাল ট্রেন-১ চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে। বিকেল ৪ টায় লাকসাম ছেড়ে চিতোষী কান্দিরপাড় নামক স্থানে আসলে ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। এ সময় বগিতে থাকা যাত্রীরা ছুটাছুটি করতে গিয়ে প্রায় ২৫ যাত্রী আহত হয়। এর পর থেকে এই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চাঁদপুর-লাকসাম রেলপথের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী (এসএসএই/পথ) লিয়াকত আলী মজুমদার জানান, সংবাদ পাওয়ার পর উদ্ধারকারী দল অত্যাধুনিক মেশিনপত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। খুব দ্রুত লাইন চালু করার চেষ্টা করা হবে।
×