ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্ভুল ভোটার তালিকার ওপর সর্বোচ্চ গুরুত্ব ইসির

প্রকাশিত: ০৫:৫৪, ২৬ জুলাই ২০১৫

নির্ভুল ভোটার তালিকার ওপর সর্বোচ্চ গুরুত্ব ইসির

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ২৫ জুলাই ॥ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শনিবার সকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে সারাদেশে চতুর্থবারের মতো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার এ সময় তিনি নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন। এছাড়া, এখনও যারা ভোটার আইডিকার্ড পাননি তাদের কার্ড যতদ্রুত সম্ভব দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় সিইসি। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত তিন স্তরে বিভিন্ন ধাপে চলবে এ ভোটার তালিকা হালনাগাদের কাজ। এর আওতায় ২০১৮ সালের পহেলা জানুয়ারির মধ্যে যাদের বয়স ১৮ হয়েছে বা হবে, তাদের তথ্য সংগ্রহ করবে কমিশন। এছাড়া, এবারই প্রথম যাদের বয়স ১৫ থেকে ১৭ হয়েছে তাদের তথ্যও সংগ্রহ করা হবে। নির্বাচন কমিশন সচিব মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক এমপি, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোঃ মোখলেছুর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লার রহমান, পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান, নরসিংদী জেলা প্রশাসক আবুহেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম বক্তব্য রাখেন। এ সময় নির্বাচন কমিশনার আবদুল মোবারক, মোহাম্মদ শাহনেওয়াজ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আরও বলেন, দ্বিতীয়বার ভোটার হওয়ার প্রয়োজন নেই। দ্বৈত ভোটার হওয়া শাস্তিযোগ্য অপরাধ। কেউ এর চেষ্টা করলে সহজেই তা শনাক্ত করা সম্ভব। দ্বৈত ভোটার চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নাম ও স্থান পরিবর্তনের জন্য নির্ধারিত ফরম পূরণ করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। ভোটার অন্তর্ভুক্তি থেকে কেউ বাদ পড়লে যে কোন সময় তা অন্তর্ভুক্তি করা যাবে। যারা বিদেশে অবস্থান করছেন তাঁরাও দেশে এসে প্রক্রিয়া অনুযায়ী ভোটার তালিকাভুক্ত হতে পারবে।
×