ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভূঞাপুরে সরকারী কলেজে তিন গুণ ভর্তি ফি আদায়

প্রকাশিত: ০৫:৫২, ২৫ জুলাই ২০১৫

ভূঞাপুরে সরকারী  কলেজে তিন গুণ ভর্তি ফি আদায়

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৪ জুলাই ॥ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারী কলেজে ভর্তি ফি ১ হাজার টাকার স্থলে বিভিন্ন অজুহাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ৫শ’ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অন্যত্র কোন কলেজে ভর্তির সুযোগ না থাকায় বাধ্য হয়েই শিক্ষার্থীদের বাড়তি ফি দিয়ে নির্দিষ্ট কলেজে ভর্তি হতে হচ্ছে। এতে করে চরম বিপাকে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। অথচ বাড়তি টাকা আদায়ের বিষয়ে কলেজের অধ্যক্ষ বললেন, ইবরাহীম কলেজটি পূর্ণাঙ্গ সরকারী হয়নি বিধায় বেসরকারী কলেজের সমমান ভর্তি ফি নেয়া হচ্ছে। জানা যায়, ইবরাহীম খাঁ কলেজটি সরকারীকরণের পরপরই বিভিন্ন অনিয়ম বেড়ে গেছে। ভর্তির নামে বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে বাড়তি টাকা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী মফস্বল (পৌর) এলাকার কলেজে এ বছর একাদশ শ্রেণীতে ভর্তি ফি ধরা হয়েছে সর্বোচ্চ ১ হাজার টাকা। অথচ শিক্ষা বোর্ডের নীতিমালা তোয়াক্কা না করে ইচ্ছেমাফিক শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মের তিনগুণ বেশি টাকা আদায় করা হচ্ছে।
×