ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রিয়াল ছেড়ে ফের ম্যানইউতে রোনাল্ডো?

প্রকাশিত: ০৫:৪৪, ২৫ জুলাই ২০১৫

রিয়াল ছেড়ে ফের ম্যানইউতে রোনাল্ডো?

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অনেকবার বলেছেন, রিয়াল মাদ্রিদে থেকে অবসর নিতে চান। আবার একাধিকবার বলেছেন, ফিরে যেতে চান সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। শেষ পর্যন্ত সি আর সেভেনের শেষ অধ্যায় কোথায় রচিত হয় তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে আবারও গুঞ্জন রটেছে, পর্তুগাল অধিনায়ক ফিরে যেতে চান ওল্ডট্রাফোর্ডে। শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে রোনাল্ডোর রিয়াল ছাড়ার খবর আবারও চাউর হয়েছে। শোনা যাচ্ছে, ম্যানইউ নাকি যে কোন মূল্যে বর্তমান ফিফা সেরা ফুটবলারকে দলে ভেড়াতে চায়। রেড ডেভিলসরা ইতোমধ্যে মধ্যবর্তী দলবদলে বেশ কয়েকজন তারকা ফুটবলারকে দলে নিয়েছে। এর মধ্যে অন্যতম জার্মানির বিশ্বকাপজয়ী তারকা বাস্টিয়েন শোয়েনস্টেইগার। ইংলিশ পরাশক্তিরা রোনাল্ডোকেও দলে পেতে আগ্রহী। তিন বারের ফিফা সেরা তারকার অবশ্য রিয়ালের সঙ্গে চুক্তি আছে ২০১৮ সাল পর্যন্ত। তবে ম্যানইউ হোক আর অন্য কোথাও হোক, রোনাল্ডোকে দলে পেতে হলে সেই ক্লাবকে কমপক্ষে ৩০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে বলে কয়েক মাস আগে জানান সি আর সেভেনের এজেন্ট জর্জ মেন্ডেস। রোনাল্ডোর এজেন্ট জানান, পর্তুগীজ তারকাকে যদি বিক্রি করতেই হয় তাহলে তাকে ৩০০ মিলিয়নের নিচে ছাড়বে না গ্যালাক্টিকোরা। মেন্ডেস মনে করেন, কোন ক্লাব যদি রোনাল্ডোকে দলে ভেড়াতে চায় তাহলে অন্তত এক বিলিয়ন ইউরো খরচ করতে হবে। তিনি বলেন, দলের অন্য তারকা গ্যারেথ বেল রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে যোগ দিলেও ৩০ বছর বয়সী রোনাল্ডোর মূল্য অনেক বেশি। সি আর সেভেনের এজেন্ট বর্তমান ফিফা সেরা তারকার প্রশংসা করে বলেন, রোনাল্ডো বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। কারণ সে বিশ্ব ফুটবলের সেরা খেলায়াড়। অন্য কোন ফুটবলারের সঙ্গে তার তুলনা চলে না। এক বিলিয়নে ছাড়পত্র অনেকটা অসম্ভব। তবে রিয়াল যদি তাকে ছাড়তে চায় তাহলে অনেকেই হয়ত রাজি হয়ে যাবে। তিনি আরও বলেন, ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের ভালবাসেন রোনাল্ডো।
×