ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোয়ান গার্মেন্টস শ্রমিকদের ইসলামী ব্যাংক ঘেরাও

প্রকাশিত: ০৮:১৭, ২৪ জুলাই ২০১৫

সোয়ান গার্মেন্টস শ্রমিকদের  ইসলামী ব্যাংক ঘেরাও

স্টাফ রিপোর্টার ॥ বকেয়া বেতন ভাতাদি পরিশোধ করে কারখানা চালু এবং মামলা প্রত্যাহার দাবিতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও করেছেন সোয়ান গার্মেন্টসের শ্রমিকরা। বেতন না দিলে আরও কঠোর কর্মসূচীর হুমকি দিয়েছে তারা। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকরা। পরে তারা মিছিল নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে অবস্থান নেন। এ সময় সোয়ান গার্মেন্টসের শ্রমিকরা জানান, তারা ঈদের আগ থেকে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু সরকার বা মালিক কর্তৃপক্ষ তাদের দাবি-দাওয়া পূরণে কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি। সোয়ান গার্মেন্টসের মালিকের ইসলামী ব্যাংকে এ্যাকাউন্ট (হিসাব) আছে। তিনি এই ব্যাংকে গার্মেন্টস মর্টগেজ রেখেছেন। ইসলামী ব্যাংক ইচ্ছা করলেই তাদের বেতন পরিশোধ করে দিতে পারে। এ ছাড়া গত ১৮ জুন ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ সোয়ান গার্মেন্টসের গোডাউনের মালামাল লুটের অভিযোগে শ্রমিকদের বিরুদ্ধে একটি মামলাও করেন।
×