ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সম্মেলন ছাড়া কমিটি

মুন্সীগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ

প্রকাশিত: ০৭:১৬, ২৪ জুলাই ২০১৫

মুন্সীগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সম্মেলন ছাড়া নতুন কমিটি ঘোষণা করায় বিক্ষোভ করেছে সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের একাংশ। বৃহস্পতিবার দুপুরে তারা উপজেলা পরিষদ সংলগ্ন সিরাজদিখান-ঢাকা সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় প্রায় ২ ঘণ্টা এ সড়কে যান চলাচল বন্ধ থাকে। রাস্তায় চলাচলকারী যাত্রীরা পড়ে চরম বিপাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এর আগে বিক্ষুব্ধ কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চীফ হুইপের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৩ জুলাই ॥ জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দলের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় জনতা ভবন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়। যশোরে এ্যাসিডদগ্ধ ছাত্রী ঢাকায় ॥ আটক এক স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ উত্ত্যক্তের প্রতিবাদ করায় যশোরে ৭ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া জামানের (১৩) ওপর এ্যাসিড নিক্ষেপের ঘটনায় শার্শা থানায় ৪ জনের নামে মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এদিকে এ্যাসিডদগ্ধ ছাত্রীকে যশোর থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, বুধবার রাতেই সুমাইয়া জামানের মা আমিরুন বেগম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। হাকীম আব্দুল হামিদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা বৃহস্পতিবার হামদর্দ ভবন মিলনায়তনে আধুনিক ভারত হামদর্দের নির্মাতা হাকীম মোহাম্মদ আব্দুল হামিদের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হামদর্দ বাংলাদেশ-এর সিনিয়র পরিচালক বিপণন ড. হাকীম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম ইউছুফ হারুন ভূঁইয়া।-বিজ্ঞপ্তি
×