ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সালাহউদ্দিন ও কামরুলকে শীঘ্রই দেশে আনা হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৬:৪৪, ২৪ জুলাই ২০১৫

সালাহউদ্দিন ও কামরুলকে শীঘ্রই দেশে আনা হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতে বিচারাধীন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ ও সৌদি আরবে আটক রাজন হত্যা মামলার আসামি কামরুলকে শীঘ্রই দেশে ফেরত আনা হবে। আইনী প্রক্রিয়া শেষে তাদের দেশে নিয়ে আসার জন্য কাজ চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী ধলই চা বাগানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী জানান, দেশের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জনবল বাড়াতে পুলিশ বিভাগে আরও ৫০ হাজার লোক নিয়োগ করা হবে। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ ও কমপ্লেক্সের উন্নয়নে এবং পর্যটকদের আকর্ষণ বাড়াতে বিজিবি সদস্যরা স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় উন্নয়ন কাজ করবেন। মৌলভীবাজারে ভ্রমণের অংশ হিসেবে মন্ত্রী কমলগঞ্জ উপজেলার ধলই চা বাগানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ পরিদর্শন ও শ্রদ্ধা জানান। শেষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থাপিত একটি দোতলা চৌকিতে উঠে ত্রিপুরা ও বাংলাদেশের সীমান্তরেখা অবলোকন করেন। বিজিবি কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে ১৯৭১ সালের ২৮ অক্টোবর এ সীমান্তে যেখানে মরণপণ লড়াই করে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান শাহাদৎবরণ করেন, সেই স্থানগুলো দেখান।
×