ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজন হত্যা মামলা

আলী হায়দারের স্বীকারোক্তি, বাদল রিমান্ডে

প্রকাশিত: ০৬:৪৩, ২৪ জুলাই ২০১৫

আলী হায়দারের স্বীকারোক্তি, বাদল রিমান্ডে

সালাম মশরুর, সিলেট অফিস ॥ সিলেটের চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা মামলার আসামি আলী হায়দার বৃহস্পতিবার হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে। বুধবার রাতে আটক আরেক আসামি তাজউদ্দিন আহমেদ বাদলকে বৃহস্পতিবার ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। আলী হায়দারের স্বীকারোক্তি ॥ রাজন হত্যাকা-ে জড়িত আসামি আলী হায়দার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে প্রায় সোয়া ২ ঘণ্টা মহানগর হাকিম ১ম আদালতের বিচারক শাজেদুল করিমের আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দেয় আলী হায়দার। এ নিয়ে হত্যাকা-ের ঘটনায় দুই প্রত্যক্ষদর্শীসহ মোট ৭ জন আদালতে জবানবন্দী দিল। বাদল রিমান্ডে ॥ রাজন হত্যা মামলায় গ্রেফতার তাজউদ্দিন আহমেদ বাদলকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সিলেট মহানগর হাকিম আদালত ১-এর বিচারক সাজেদুল করিম তার রিমান্ড মঞ্জুর করেন। মানববন্ধন ॥ জৈন্তাপুর উপজেলায় রাজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে দরবস্থ জনকল্যাণ পরিষদের ব্যানারে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বক্তারা কুমারগাঁওয়ে রাজনকে নির্মমভাবে হত্যার পর লাশ গুম করতে গিয়ে পুলিশ ও জনতার হাতে আটকদের ফাঁসি নিশ্চিত করাসহ খুনীদের বিশেষ ট্রাইব্যুনালে রায় কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান। দরবস্থ জনকল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল গাফফার চৌধুরী খছরু, ৪নং দরবস্থ ইউপি চেয়ারম্যান কামাল আহমদ, সাংবাদিক মুজিবুর রহমান ডালিম উপস্থিত ছিলেন।
×