ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএসআরএম এ ক্যাটাগরিতে উন্নীত

প্রকাশিত: ০৬:৩২, ২৩ জুলাই ২০১৫

বিএসআরএম এ ক্যাটাগরিতে উন্নীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) কোম্পানি ক্যাটাগরি পরিবর্তন করেছে। এই কোম্পানি সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে। কোম্পানি ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। -অর্থনৈতিক রিপোর্টার ব্যবসা ঢেলে সাজাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টাড প্রশাসনিক কাঠামো আরও সহজ-সরল করতে, খরচ বাঁচাতে এবং সেই সঙ্গে যে কোনো বিষয়ে আরও দ্রুত সিদ্ধান্ত নিতে পরিচালন ব্যবস্থা ঢেলে সাজাতে চলেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। এর আওতায় সারা বিশ্বে ছড়িয়ে থাকা ব্যবসাকে চারটি অঞ্চলে ভেঙে দিচ্ছে তারা। বর্তমান যা আটটি আঞ্চলিক ব্যবসায় বিভক্ত। পাশাপাশি, ওই একই লক্ষ্যে নিজেদের গ্রাহক ব্যবসাকেও ভাগ করছে তিন ভাগে। নতুন কাঠামো অনুযায়ী যে চারটি ভাগে ভেঙে আঞ্চলিক ব্যবসাগুলো পরিচালনা করা হবে, সেগুলো হল- ১. আশিয়ান ও দক্ষিণ এশিয়া, ২. আফ্রিকা ও পশ্চিম এশিয়া, ৩. বৃহত্তর চীন ও উত্তর এশিয়া এবং ৪. ইউরোপ ও আমেরিকা। এই চার আঞ্চলিক ব্যবসায় নেতৃত্ব দেবেন যথাক্রমে অজয় কানওয়াল, সুনীল কৌশল, বেন হুং ও ট্রেসি ক্লার্ক। নতুন এই কাঠামোয় সমস্ত আঞ্চলিক প্রধানকেই আগামী ১ অক্টোবর থেকে রিপোর্ট করতে হবে স্ট্যান্ডার্ড চার্টার্ড গোষ্ঠীর চিফ এগজিকিউটিভ বিল উইন্টার্স-এর কাছে। -অর্থনৈতিক রিপোর্টার
×