ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪৫ শতাংশ

প্রকাশিত: ০৬:৩০, ২৩ জুলাই ২০১৫

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪৫ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ-উল-ফিতরের বড় ছুটির পরে টানা দ্বিতীয় দিনের মতো সূচকের উত্থানে দেশের পুুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতা বেশি থাকায় সূচকের খুব বেশি উর্ধগতি না থাকলেও বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার কারণে লেনদেনে বড় ধরনের উলম্ফন দেখা গেছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। অর্থাৎ ডিএসইতে আবারও ৭ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের উত্থানের সঙ্গে সঙ্গে লেনদেনের গতিও বাড়ছিল। সকালের এই ধারা শেষ অবধি অব্যাহত ছিল। দিনশেষে ডিএসইতে ৭১৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২২২ কোটি ৪৯ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৪৯২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিকে দিনটিতে ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর। সকালে সূচক বৃদ্ধির গতি বাড়লেও কিছুক্ষণ পরেই তা কমতে থাকে। শেয়ার বিক্রির চাপ বাড়ার কারণে এক সময়ে সূচক আগের দিনের চেয়ে কমতে থাকে। এভাবে সূচক ওঠানামা করতে থাকে। দিনভর ওঠানামার পরে দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৪১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭১ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৫৭ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- শাহজিবাজার পাওয়ার কোম্পানি, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, এমজেএলবিডি, এ্যাক্টিভ ফাইন, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মা, বেক্সিমকো এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ন্যাশনাল পলিমার, মেঘনা সিমেন্ট, ইস্টান ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল, হাক্কানী পাল্প, রেনেটা, লিন্ডে বিডি ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, সমতা লেদার, আরডি ফুডস, সায়হাম কটন, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, আরামিট সিমেন্ট, ৭ম আইসিবি, গ্লোবাল হেভি কেমিক্যাল, আনলিমা ইয়ার্ন ও পপুলার লাইফ। বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১২৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, মবিল যমুনা বাংলাদেশ, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।
×