ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অতীত ঝেড়ে ফেলে পুঁজিবাদের পথে হো চি মিন সিটি

প্রকাশিত: ০৬:২৮, ২৩ জুলাই ২০১৫

অতীত ঝেড়ে ফেলে পুঁজিবাদের পথে হো চি মিন সিটি

হুঁকা টানতে টানতে আর বিয়ারে চুমুক দিতে দিতে কালো ঝলমলে পোশাক পরিহিত ২৯ বছর বয়সী নারী প্রযুক্তি শিল্পোদ্যোক্তা থুয়ে ট্রয়ং এ প্রশ্নের উত্তর কি দেবেন তা নিয়ে মাথা ঘামাচ্ছিলেন। সায়গন পতনের ৪০তম বার্ষিকীতে তিনি কি ভাবছেন? নৈশক্লাবের শরীর দোলানো সঙ্গীতের মাঝে তিনি চিৎকার করে বললেন, ‘৪০ বছর আগে? ওসব পাত্তা দেই না!’ কমিউনিস্ট বাহিনীর বিজয়ের চার দশক পরে নগরীর, যা এখনও স্থানীয়ভাবে সায়গন বলে পরিচিত তার আত্মা বর্তমানের মধ্যে দৃঢ়ভাবে প্রোথিত বলে মনে হয়। তরুণ বয়সী এবং ক্রমশ বিত্তশালী হয়ে ওঠা মানুষদের জন্যও সায়গন এমন এক নগরী যে পিছন ফিরে তাকাতে চায় না, আমোদ প্রমোদ ভালবাসে এবং হয়ত উদগ্রভাবে পুঁজিবাদী। যে এ্যাপার্টমেন্ট ভবনের ছাদে অবতরণ করা হেলিকপ্টারে ওঠার জন্য পলায়নপর মানুষ বাইরে রাখা সিঁড়িতে হুড়োহুড়ি করে উঠছে সেই চরম বিশৃঙ্খলাপূর্ণ অপারেশনের প্রতীকী আলোকচিত্রের স্থানটি একটি এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত, যা এখন বিলাসদ্রব্যের দোকানপাটে বোঝাই। সেসব দোকানে রিমাওয়া স্যুটকেস ১ হাজার ডলার এবং বারবেরি স্যুট ২ হাজার ডলারে বিক্রি হচ্ছে। কমিউনিস্ট বিপ্লবী নেতা হো চি মিনের একটি মূর্তি বিলাসবহুল হোটেল এবং নতুন করে সাজিয়ে তোলা একটি ফরাসী ঔপনিবেশিক আমলের ভবনে, সেখানে শীঘ্রই বুকস ব্রাদার্স স্টোর খোলা হচ্ছে, তাদের মাঝখানে চাপা পড়ে গেছে। ভিয়েতনামী জনসংখ্যার দুই-তৃতীয়াংশের ১৯৭৫ সালে সায়গনের পতন এবং ভিয়েত নামের পুনঃএকত্রীকরণের পরে জন্ম হয়েছে। তরুণরা কৃতজ্ঞচিত্র যে, তারা এখন বয়স্ক হয়ে গেছে, যে সময় বিদেশী সেনাবাহিনীর সঙ্গে কয়েকশ’ বছরের যুদ্ধ, দখলদারিত্বের সঙ্কটে জড়িয়ে পড়ার পর তাদের দেশে নিরবচ্ছিন্ন শান্তির পরিবেশ বিরাজ করছে।তরুণী তুয়ে নথি। ২২ বছর বয়সে সে এমন একটি কোম্পানির মালিক হয়েছে যে, প্রতিষ্ঠান বাড়ি কেনে, বিক্রি করে এবং সংস্কার করে নতুন করে সজ্জিত করে। দারিদ্র্যের শৈশব ও দুর্ভাগ্য অতিক্রম করে মিস তুয়ে নথি একটি ছোট ব্যবসায় প্রতিষ্ঠানকে একটি বর্ধিষ্ণু বাণিজ্য প্রতিষ্ঠানে উন্নীত করেছেন। এখন তিনি ৪টি গাড়ি ও অনেক বাড়ির মালিক। দক্ষিণ ভিয়েতনামের সাবেক রাজধানী সায়গনের সর্বত্র এখন নতুন মুদ্রার প্রচলন হয়েছে। উত্তরের কমিউনিস্টরা যুদ্ধে বিজয়ী হওয়ার পর পুরনো মুদ্রা বিলুপ্ত হয়ে যায় কিংবা তা বাতিল করা হয়। একত্রিত ভিয়েতনামের প্রথম কয়েক বছর সরকার সমবায়ভিত্তিক খামারে ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান নিষিদ্ধ করার সর্বনাশা পরীক্ষা-নিরীক্ষা চালায়। -ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস
×