ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরল যুবারা

প্রকাশিত: ০৬:০৮, ২৩ জুলাই ২০১৫

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরল যুবারা

স্পোর্টস রিপোর্টার ॥ সফল দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ অনুর্ধ ১৯ ক্রিকেট দল। ৭ ওয়ানডের সিরিজে শক্তিধর প্রোটিয়াদের ৫-২ ব্যবধানে উড়িয়ে দেয় ‘ছোট’ টাইগাররা। মঙ্গলবার মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছলে অনুর্ধ ১৯ দলের ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) কর্মকর্তারা। সফরে চমৎকার ব্যাটিংয়ের সুবাদে সিরিজ সেরার পুরস্কার জেতেন টাইগার ওপেনার পিনাক ঘোষ। সামনে থেকে নেতৃত্ব দেন অলরান্ডার মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক সংবাদ মাধ্যমকে জানান, ঘরের মাটিতে আগামী অনুর্ধ ১৯ বিশ্বকাপে ভাল করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তার দল। ভবিষ্যতে এখান থেকে মূল জাতীয় দলে অনেকেই জায়গা করে নেবেন বলে মনে করছেন দেশের ক্রিকেট বিশ্লেষকরা। দক্ষিণ আফ্রিকার মতো বাউন্সি ও বিরূপ কন্ডিশনে এবার অবিশ্বাস্য ক্রিকেট খেলে মিরাজ বাহিনী। প্রথম দুই ম্যাচে ৮ উইকেট ও ২৯ রানের জয়ে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে হারে ৮ উইকেটে। চতুর্থ ওয়ানডেতে ঠিক সমান ব্যবধানের জয়ে ঘুরে দাঁড়ায় যুবারা। পঞ্চম ম্যাচে ৩৪ রানে হারলেও ষষ্ঠ ও সপ্তম শেষ দুই ওয়ানডেতে ৫৮ ও ২২ রানের জয়ে ৫-২এ সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ অনুর্ধ ১৯। ষষ্ঠ ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং করে অতিথিরা। ৫০ ওভারে ৩০৪ রানের পাহাড় গড়ার পর প্রোটিয়াদের ২৪৬ রানে অলআউট করে তুলে নেয় বিশাল জয়। ওই ম্যাচে ১৫০ রানের ম্যারাথন ইনিংস খেলেন সিরিজের নায়ক পিনাক ঘোষ।
×