ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপিএল ফুটবল নিষ্প্রাণ ম্যাচে ড্র করেও লাভ আবাহনীর

প্রকাশিত: ০৭:৩০, ২২ জুলাই ২০১৫

বিপিএল ফুটবল নিষ্প্রাণ ম্যাচে ড্র করেও লাভ আবাহনীর

স্পোর্টস রিপোর্টার ॥ ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলের দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবারের দ্বিতীয় খেলায় ঢাকা আবাহনী লিমিটেড ০-০ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের সঙ্গে। লীগের প্রথম পর্বে দুই দলের মোকাবেলাতে জিতেছিল ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনী। ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত গোপীবাগের ক্লাব ব্রাদার্সকে তারা হারিয়েছিল ১-০ গোলে। নিজেদের ষোড়শ ম্যাচে এটা আবাহনীর চতুর্থ ড্র। ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে উঠে এলো তারা। পক্ষান্তরে নিজেদের ষোড়শ ম্যাচে ব্রাদার্সের এটা পঞ্চম ড্র। ২৯ পয়েন্ট নিয়ে তাদের হয়েছে একধাপ উন্নতি। পঞ্চম থেকে উঠে এলো চতুর্থ স্থানে। টপকে গেল শেখ রাসেল ক্রীড়া চক্রকে। ১৫ ম্যাচে রাসেলেরও পয়েন্ট ২৯। তবে তাদের চেয়ে গোল তফাতে (ব্রাদার্স +১০, রাসেল +৭) ভাল অবস্থানে থাকায় ব্রাদার্স আছে রাসেলের ওপরের অবস্থানে। আগের ম্যাচেই শেখ রাসেলকে ৫-০ গোলে হারিয়েছিল আবাহনী। কিন্তু ব্রাদার্সের বিপক্ষে তাদের খেলা ছিল ছন্নছাড়া। নিজেদের আগের ম্যাচে মুক্তিযোদ্ধাকে ৩-২ গোলে হারানো ব্রাদার্সই বরং প্রতিপক্ষের চেয়ে তুলনামূলক বেশি ভাল খেলেছে। কিন্তু উভয়দলেরই গোল প্রচেষ্টাগুলো পর্যবসিত হয় ব্যর্থতায়। ফলে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ত্যাগ করে। তবে এ ম্যাচে ড্র করলেও বেশি লাভবান হয়েছে আবাহনীই। কেননা, একধাপ উন্নতি হয়েছে তাদের। চলে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। এক নম্বরে আছে শেখ জামাল ধানম-ি (১৬ খেলায় পয়েন্ট ৩৯)।
×