ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই বাংলার ঐক্য চান প্রসেনজিৎ

প্রকাশিত: ০৬:৩৬, ২২ জুলাই ২০১৫

দুই বাংলার ঐক্য চান প্রসেনজিৎ

সংস্কৃতি ডেস্ক ॥ ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রজেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের উন্নতির লক্ষে দুই বাংলাকে একসঙ্গে কাজ করা আহ্বান জানিয়েছেন। তিনি বলেন বাংলাদেশ সহযোগিতা করলে বাংলা চলচ্চিত্রকে আমরা অনেকদূর নিয়ে যেতে পারব। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশনের পৃষ্ঠপোষকতায় কলকাতার পার্ক হোটেলে অনুষ্ঠিত ঈদ মিলন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এদিনের ঈদ মিলন অনুষ্ঠানে প্রসেনজিতের পাশাপাশি উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বিখ্যাত ব্যক্তিবর্গ। রাশিয়া, মায়ানমার, ফ্রান্স ও নেপালের কলকাতাস্থ দূতাবাসের কূটনীতিক, মন্ত্রী সাধন পান্ডে, পল্লবী প্রমুখ। প্রসেনজিৎ আরও বলেন, বাংলা ভাষা বিশ্বের অন্যতম সেরা ভাষা। এই ভাষায় দুই বাংলার প্রায় ৫০ কোটি মানুষ কথা বলেন। বাংলা চলচিত্রের উন্নতির জন্য চাই ঐক্য। আমি অনেকদিন ধরে চেষ্টা করছি দুই বাংলা একসঙ্গে কাজ করতে। ইতোমধ্যে অনেক সেমিনারও করেছি।
×