ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আরণ্যকের ‘রাঢ়াং’ উৎসব

প্রকাশিত: ০৬:৩৪, ২২ জুলাই ২০১৫

আরণ্যকের ‘রাঢ়াং’ উৎসব

স্টাফ রিপোর্টার ॥ আরণ্যক নাট্যদলের দর্শকনন্দিত নাট্য প্রযোজনা ‘রাঢ়াং’ নাটকটির ১৫০তম প্রদর্শনী উপলক্ষে ‘শুনি দূরাগত মাদলের ধ্বনি’ সেøাগানে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। ঈদের আগে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির ১৪৯তম প্রদর্শনী হয়। নাটকটির সার্ধশত প্রদর্শনীকে ঘিরে আয়োজন করা হচ্ছে ‘রাঢ়াং’ উৎসব। দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সাঁওতালদের জীবনের নানা ঘাত-প্রতিঘাত এবং সংগ্রামের চিত্র নিয়ে ‘রাঢ়াং’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, তমালিকা কর্মকার, জয়রাজ, হাশিম মাসুদ, রুবলী চৌধুরী, লাভলী, ছবি, আপেল, বাপ্পাদিত্য চৌধুরী, সাজু প্রমুখ। দল সুত্রে জানা গেছে আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার উৎসবের উদ্বোধন হবে। ওই দিন সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা চত্বরে উৎসবের উদ্বোধন হবে। একই দিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চস্থ হবে মামুনুর রশীদ রচিত এবং ফয়েজ জহির নির্দেশিত নাটক ‘বঙ্গভঙ্গ’। ৩১ জুলাই শুক্রবার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে ‘রাঢ়াং’ নাটকের ১৫০তম মঞ্চায়নের উদ্বোধন হবে। সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকের ১৫০তম মঞ্চায়ন হবে। এর পর দিন ১ আগস্ট শনিবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে বিশেষ সেমিনার। সেমিনারের বিষয় ‘বহুত্ববাদী সমাজে আদিবাসী সংস্কৃতির বিকাশ’। সন্ধ্যা ৬-৪৫ মিনিটে রয়েছে আরণ্যক দীপু স্মৃতি পদক প্রদান অনুষ্ঠান। সন্ধ্যা ৭-১৫ মিনিটে জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আরণ্যকের ‘স্বপ্নপথিক’ নাটকের মঞ্চায়ন হবে। নাটকটি রচনা করেছেন হারুন রশীদ, নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। প্রসঙ্গত, দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে প্রদর্শিত হয়েছে আরণ্যকের আলোচিত প্রযোজনা ‘রাঢ়াং’। ভারতের দিল্লী, কেরল ও দক্ষিণ কোরিয়ার তিনটি আন্তর্জাতিক নাট্যোৎসবে নাটকটির মঞ্চায়ন হয়েছে।
×