ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে ছাত্রদল সভাপতির জামিন নামঞ্জুর

প্রকাশিত: ০৬:১০, ২২ জুলাই ২০১৫

পটুয়াখালীতে ছাত্রদল সভাপতির জামিন নামঞ্জুর

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২১ জুলাই ॥ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে আটক মাদকদ্রব্যের মামলায় মঙ্গলবার শুনানি শেষে জামিন নামঞ্জুর করেছেন পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তারিক শামস। রবিবার রাত ১১টার দিকে লেবুখালী ফেরিঘাট থেকে তাকে আটক করা হয়। এ সময় আরও ৫ ছাত্রদল নেতাকর্মীকেও আটক করে পুলিশ। পুলিশের দাবি আটক কৃত ছাত্রদল সভাপতির লাগেজ চেক করে ৪৫ পিস ইয়াবা ও এক বোতল মদ পাওয়া গেছে। অপর আটককৃতরা হলেন মেহেন্দিগঞ্জ ছাত্রদলের মোঃ সালাউদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, সৈয়দ জসিম উদ্দিন ও সাইফুল ইসলাম। এ সময় তাদের ব্যবহৃত একটি সাদা রঙ্গের প্রিমো ব্রান্ডের গাড়ি আটক করা হয় যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ ২২-৫৬৮৮। ছাত্রদলের সভাপতিকে আটকের পর সোমবার রাত ২টায় পটুয়াখালী পুলিশ অফিসে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিকভাবে প্রেস ব্রিফিং করেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ। আটককৃত ছাত্রদল কেন্দ্রীয় সভাপতির বিরুদ্ধে পল্টন,শাহাবাগ ও মতিঝিল থানায় মোট ২১টি মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া দুমকি থানার ওসি বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাত্রদল সভাপতিসহ আরও ৫ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।
×