ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুর মেয়র এম এ মান্নানের দুই মামলায় জামিন

প্রকাশিত: ০৪:৪২, ২২ জুলাই ২০১৫

গাজীপুর মেয়র এম এ মান্নানের দুই মামলায় জামিন

স্টাফ রিপোর্টার ॥ নাশকতার দুই মামলায় জামিন পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান। অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, তরিকুল ইসলাম ও চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর ৫৬ মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিতাদেশ চেয়ে আনা রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর কোন আদেশ দেয়নি চেম্বার জজ আদালত। ফলে হাইকোর্টের দেয়া জামিন বহাল রয়েছে। এ বিষয়ে ২৭ জুলাই আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার হাইকোর্টের অবকাশকালীন একটি বেঞ্চ ও চেম্বার জজ এ আদেশ প্রদান করেছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান দুই মামলায় জামিন পেয়েছেন। বিচারপতি সৈয়দ জিয়াউল করীম এবং বিচারপতি জাফর আহমদের সমন্বয় গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ প্রদান করেছেন। এর আগে ৬টি মামলায় তাকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন। মঙ্গলবার তাকে জয়দেবপুর ও কালিয়াকৈর থানায় দায়ের করা দুটি মামলায় জামিন দেয়া হয়। ফলে অধ্যাপক মান্নানের আর মুক্তি পেতে কোন বাধা রইল না। শুনানিকালে আবেদনের পক্ষে ছিলেন এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, যেহেতু তার সব মামলায় জামিন দেয়া হয়েছে তাই তার মুক্তি পেতে আর কোন বাধা নেই।
×