ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অনুর্ধ ১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

প্রকাশিত: ০৪:৩৯, ২২ জুলাই ২০১৫

অনুর্ধ ১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় এবং বাফুফে মহিলা ফুটবল কমিটির তত্ত্বাবধানে আগামী ২৫ জুলাই থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে ‘জেএফএ অনুর্ধ ১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৫’-এর চূড়ান্ত পর্বের খেলা শুরু হতে যাচ্ছে। এই চ্যাম্পিয়নশিপে প্রথম পর্ব থেকে চূড়ান্ত পর্বে উন্নীত ৮ জেলা ফুটবল দল যথাক্রমে ময়মনসিংহ, সাতক্ষীরা, খুলনা, দিনাজপুর, নারায়ণগঞ্জ, রংপুর, টাঙ্গাইল ও রাজশাহী জেলা অনুর্ধ ১৪ মহিলা ফুটবল দল অংশগ্রহণ করবে। এ উপলক্ষে আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় বাফুফে ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বুদ্ধি প্রতিবন্ধী জাকিয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রে নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ জেলার মধুপুরে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জাকিয়া (১৬) এবার স্পেশাল অলিম্পিকে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছে। মঙ্গলবার দেশের প্রতিনিধিত্বকারী সুইড বাংলাদেশের একদল বুদ্ধি প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সঙ্গী হয়ে জাকিয়া যুক্তরাষ্ট্রের উদ্দেশ যাত্রা করে। মধুপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় সূত্র জানায়, মধুপুর উপজেলার পৌর শহরের বাসিন্দা শহিদুল ইসলাম মিন্টু এবং কনা বেগমের প্রথম সন্তান জাকিয়া। জন্মগত বুদ্ধি প্রতিবন্ধী জাকিয়া ৮ বছর বয়সে ওই বিদ্যালয়ে ভর্তি হয়। মা কনা বেগম জানান, ২০১৩ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে অংশ নিয়ে দলীয় ও এককভাবে জাকিয়া দুটি স্বর্ণ পদক জয় করে দেশের মুখ উজ্জ্বল করে। পরের বছর ২০১৪ সালে ভারতে অনুষ্ঠিত কালচারাল প্রোগ্রামে আমন্ত্রিত হয়ে জাকিয়াসহ দেশের প্রতিনিধিত্বকারী দল বেশ সুনাম বয়ে নিয়ে আসে। জাকিয়া ভারত থেকেও পদক নিয়ে দেশ ও ঘরে ফেরে। এবার বিশ্ব আয়োজন স্পেশাল অলিম্পিকে দ্বিতীয় বারের মতো যোগ দিতে সে যুক্তরাষ্ট্রে গেল। এ জন্য প্রস্তুতি নিতে তাকে সুইড বাংলাদেশ আয়োজিত ঢাকায় প্রায় এক মাসের প্রশিক্ষণ নিতে হয়েছে। সুইড বাংলাদেশের উদ্দেশ ও লক্ষ্যে গড়ে উঠা মধুপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সংশ্লিষ্টরা এবং পরিবার আশা করছেন।
×