ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘মেসি এই প্রজন্মের পেলে’

প্রকাশিত: ০৪:৩৪, ২২ জুলাই ২০১৫

‘মেসি এই প্রজন্মের পেলে’

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসির নামটা বেশি উচ্চারিত হয় স্বদেশী কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার সঙ্গে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জিততে পারলে তকমাটা পাকাপাকি হতো। কিন্তু দুর্ভাগ্য মেসির, জার্মানির কাছে হেরে ওই সুযোগ হারিয়েছেন। এরপরও আর্জেন্টাইন অধিনায়কের তুলনা থেমে নেই। এবার তাকে তুলনা করা হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সঙ্গে। ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার জুলিয়ানো বেলেট্টি বলেছেন, এই প্রজন্মের ফুটবলের পেলে হচ্ছেন মেসি। সাক্ষাতকারে জুলিয়ানো বলেন, মেসি বর্তমান ফুটবলের সেরা তারকা এতে কোন সন্দেহ নেই। সে এ যুগের ‘পেলে’। দেশের জার্সি গায়ে মেসি ব্যর্থ হওয়ায় আমি তার কোন সমালোচনা করছি না। আমি এটাও বুঝতে পারি না কেন তার নিজ দেশের সমর্থকরা মেসিকে নিয়ে সমালোচনায় মেতে উঠে। সেলেসাওদের হয়ে ২৩ ম্যাচ খেলা সাবেক এই ফুটবলার আরও বলেন, আপনি মেসির মতো বড় মাপের একজন ফুটবলারকে সমালোচনায় বিদ্ধ করতে পারেন না। কিন্তু এমনটিই হয়ে চলেছে। ব্রাজিলে খেলার সময় রোনাল্ডিনহোকেও এমন সমালোচনা শুনতে হয়েছিল। সেও বার্সিলোনার হয়ে অনেক কিছু পেয়েছে। অবশ্য জাতীয় দলের জার্সি গায়ে এখন পর্যন্ত বলার মতো কিছুই জিততে পারেননি মেসি। এ কারণেই কিছুদিন আগে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর ফের সমালোচনা গিলতে হচ্ছে সাবেক রেকর্ড টানা চারবারের ফিফা সেরা ফুটবলারকে। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত মেসি ১০৩ ম্যাচ খেলে গোল ৪৬। আর ক্লাব দল বার্সিলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫১৪ ম্যাচে ৪২৩ গোল। ক্লাব দল বার্সিলোনার হয়ে ভূরি ভূরি গোল, কাঁড়ি কাঁড়ি শিরোপা। কিন্তু জাতীয় দল আর্জেন্টিনার হয়ে ভা-ার একেবারে শূন্য। এমন দ্বৈত পারফর্মেন্সের কারণে মেসিকে সবসময়ই গিলতে হচ্ছে সমালোচনা। ব্রাজিলিয়ান জুলিয়ানোসহ আরও অনেকেই দুঃসময়ে মেসির পাশে থাকলেও দিন কয়েক আগে বার্সা তারকার কড়া সমালোচনা করেন দিয়াগো ম্যারাডোনা।
×