ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারত-রাশিয়া শুল্ক চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৭:৫৬, ২১ জুলাই ২০১৫

ভারত-রাশিয়া শুল্ক চুক্তি স্বাক্ষর

ভারত ও রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করতে শুল্ক চুক্তি স্বাক্ষর এবং ব্যবসায়িক ভিসা সহজ করার পদক্ষেপ নিয়েছে। উভয় দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম হওয়ায় দেশ দুটি এ পদক্ষেপ নিল। গত বছর উভয় দেশের বাণিজ্যের পরিমাণ ছিল ৯.৫১ বিলিয়ন ডলার। গত ৮ জুলাই উফায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যকার বৈঠকে উভয়ে বাণিজ্য বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। উভয় নেতা আগামী ২০২৫ সাল নাগাদ বাণিজ্যের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার করার লক্ষ্য নির্ধারণ করেন। রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পি এস রাগোভান উফা বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন, উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ প্রত্যাশিত পর্যায়ের নয়। ফলে দু’দেশের নেতাই বাণিজ্য আরও জোরদারের ব্যাপক প্রত্যাশা করছেন। -অর্থনৈতিক রিপোর্টার চীনে ফের দুধ রফতানি শুরু এক বছরের বেশি সময় বিরতির পর চীনে ফের দুধ রফতানি শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। সরকারের বরাতে সোমবার বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। চীনের কৃষি, খাদ্য ও পল্লী বিষয়ক মন্ত্রণালয় জানায়, পাঁচ টন পাস্তুরিত দুধের একটি চালান আজ মঙ্গলবার পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। শুধু নিবন্ধনকৃত সরবরাহকারী ছাড়া অন্য কারও কাছ থেকে দুধ গ্রহণ করা যাবে না, ২০১৪ সালের মে মাসে বেইজিংয়ের এমন আইনের পর দেশটিতে দুধ সরবরাহ বন্ধ রাখে দক্ষিণ কোরিয়া। এরপর চার ধাপে এ বিষয়ে আপোসের পর দুধ সরবরাহের জন্য দক্ষিণ কোরিয়ার তিনটি কোম্পানি চীন সরকারের সঙ্গে নিবন্ধিত হয় বলে মন্ত্রণালয় জানিয়েছে। ২০১৩ সালে দক্ষিণ কোরিয়া থেকে ৯ কোটি ১০ লাখ মার্কিন ডলারের দুধ ও দুগ্ধজাত পণ্য আমদানি করেছে চীন। যা আগের বছরের (৪ কোটি ৭০ লাখ) তুলনায় প্রায় দ্বিগুণ। -অর্থনৈতিক রিপোর্টার দুই ক্রিকেটারের গ্রামের বাড়িতে বিদ্যুতায়ন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আলোচিত ক্রিকেটার সৌম্য সরকারের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মহিশাডাঙ্গা গ্রামে বিদ্যুত প্রতিমন্ত্রী ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে এক সপ্তাহের মধ্যে ২ কিলোমিটার বিদ্যুত লাইন নির্মাণ কাজ শেষ করে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিদ্যুত সংযোগ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক (এমপি), সাবেক সংসদ সদস্য মুনসুর আহম্মদ, সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক নাজমুল আহসান, আশাশুনি উপজেলার নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস উপস্থিত ছিলেন। এছাড়া দুই মাস পূর্বে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেতুলিয়া গ্রামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সফল বোলার, মোস্তাফিজুর রহমানের গ্রামের বাড়িতে বিদ্যুত সংযোগ প্রদান করা হয়েছে। দেশেরবরেণ্য ক্রিকেটার এবং ফুটবলার যারা এখনও বিদ্যুত পাননি তাদেরকে বিদ্যুত সংযোগ প্রদানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ। -বিজ্ঞপ্তি।
×