ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ৯ আগস্ট

প্রকাশিত: ০৬:০১, ২১ জুলাই ২০১৫

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ৯ আগস্ট

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৯ আগস্ট প্রকাশ হচ্ছে দেশের ১০ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। তবে প্রধানমন্ত্রী সময় দিলে একদিন আগে ৮ আগস্টও ফল প্রকাশ হতে পারে। জানা গেছে, ৮ অথবা ৯ আগস্টের যে কোন একদিন ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা বোর্ডগুলোও সার্বিক প্রস্তুতির কথা জানিয়ে এ দুই দিনের যে কোন একদিন ফল প্রকাশের জন্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। তবে ৮ আগস্ট প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচী থাকায় ৯ আগস্টকে সামনে রেখেই ফল প্রকাশের প্রস্তুতি চলছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার সন্ধ্যায় জনকণ্ঠকে জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী ফল প্রকাশের জন্য ৮ আগস্টের কথা আমার কাছে বলেছিলেন। সে অনুসারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮ অথবা ৯ এর যে কোন দিন ফল প্রকাশের জন্য প্রধামন্ত্রীর কাছে লিখিতভাবে সময় চাওয়া হয়েছে। তবে পরে দেখা গেছে, ৮ আগস্ট শনিবার প্রধামন্ত্রীর অপর একটি পূর্বনির্ধারিত কর্মসূচী আছে। সেক্ষেত্রে পরদিন ৯ আগস্টই ফল প্রকাশ হচ্ছে? এ প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, মনে হচ্ছে তাই হচ্ছে। যদিও ফল প্রকাশের তারিখ এখনও নির্দিষ্ট করা হয়নি। তবে ওই দুই দিনের যে কোন একদিন যে ফল প্রকাশ হচ্ছে সেটা নিশ্চিত। এদিকে ৮ অথবা ৯ আগস্টের যে কোন একদিন ফল প্রকাশের জন্য নিজেদের প্রস্তুতির কথা মন্ত্রণালয়কে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছি। এখন প্রধানমন্ত্রীর অনুমোদনসাপেক্ষে ফল প্রকাশ করা হবে।
×