ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাড় পেল তিন চলচ্চিত্র

প্রকাশিত: ০৪:১৭, ২১ জুলাই ২০১৫

ছাড় পেল তিন চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার ॥ নতুন আরও তিনটি চলচ্চিত্রকে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ছাড়পত্র দিয়েছে সেন্সরবোর্ড। চলচ্চিত্র তিনটি হলো মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’ এবং সাইফ চন্দন পরিচালিত ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ এবং ড. অরূপ রতন চৌধুরী পরিচালিত ‘স্বর্গ থেকে নরক’। জানা গেছে হুমায়ূন আহমেদের লেখা গল্প ‘অনিল বাগচীর একদিন’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন মোরশেদুল ইসলাম। চলচ্চিত্রটি সম্প্রতি সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে। তবে শীঘ্রই দর্শকদের সামনে অনিল বাগচী আসছেন না। চলচ্চিত্র-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রটি আগামী ডিসেম্বর মাসে মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন তাঁরা। বেঙ্গল ক্রিয়েশনস প্রযোজিত এ চলচ্চিত্রে অনিল বাগচীর চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভিনেতা আরেফ সৈয়দ। চলচ্চিত্রে আরও দেখা যাবে গাজী রাকায়েত, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু, মিশা সওদাগর প্রমুখকে। এ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সানি জুবায়ের। অন্যদিকে নীল নক্ষত্র এন্টারটেইনমেন্টের ব্যানারে শামীম আলম প্রযোজিত ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ চলচ্চিত্রটিও বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এ তথ্য জানান সেন্সর বোর্ড সদস্য নাসিরউদ্দিন দিলু এবং বাচসাস সভাপতি আবদুর রহমান। সেন্সর বোর্ড সদস্যরা এ চলচ্চিত্রের প্রশংসা করেছেন। সাইফ চন্দনের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন শাহেদ, আরজু, আইরিন, মনিরা মিঠু, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, রিমা, ডায়না, নিম্মি, রিফাত, অরিন, পাভেল, লিপিকা, রিয়া, মিশা সওদাগর প্রমুখ। অন্যদিকে দেশের বিশিষ্ট চিকিৎসক ড. অরুপ রতন চৌধুরী নির্মিত স্বাস্থ্য সচেতন বিষয়ক চলচ্চিত্র ‘স্বর্গ থেকে নরক’ চলচ্চিত্রটি সম্প্রতি ছাড়পত্র পেয়েছে। চলচ্চিত্রে অভিনয় করেছেন ফেরওদৌস, নিপুন, ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ, রহমত আলি, শর্মিলী অহমেদ প্রমুখ। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা।
×