ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:০৫, ২১ জুলাই ২০১৫

কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা

দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পুলিশকে ‘ঠুল্লা’ বলায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দিল্লীর পুলিশ কনস্টেবলরা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঠুল্লাকে একটি অপমানজনক শব্দ বলে গণ্য করা হয়। ইন্ডিয়া টুডে গ্রুপের কনসাল্টিং এডিটর রাজদীপ সারদেশাইকে দেয়া একান্ত সাক্ষাতকারে কেজরিওয়াল ওই শব্দটি উচ্চারণ করেন। খবর এএফপির। সাক্ষাতকারে কেজরিওয়ালকে বিতর্কিত টেলিভিশন বিজ্ঞাপন প্রচার থেকে শুরু করে এ্যান্টি করাপশন ব্রাঞ্চ (এসিবি) বিতর্কসহ কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধ নিয়ে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। এসিবির সঙ্গে তার বিরোধ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে কেজরিওয়াল বলেন, ‘এসব লোক চায় একজন ‘ঠুল্লা’ (পুলিশ)ও যদি রাস্তার হকারদের কাছ থেকে অর্থ নেয়ার অপরাধে ধরা পড়ে আমরা যেন তার বিচার না করি।’ তিনি প্রায়ই আইন-শৃঙ্খলা প্রশ্নে কেন্দ্র তার হাত বেঁধে রাখার অভিযোগ করেন। ঠুল্লা একটি অশ্লীল গালি। এটি দিল্লী ও এর আশপাশের এলাকায় মূলত শব্দটি ব্যবহৃত হয়। দিল্লীর পুলিশ কমিশনার বিএস বাসসি বলেন, ‘মুখ্যমন্ত্রী এ ধরনের শব্দ ব্যবহার করতে পারেন বলে আমার বিশ্বাস হয় না। কিন্তু যদি তিনি শব্দটি ব্যবহার করে থাকেন তবে তা খুবই দুর্ভাগ্যজনক। এটা অপমানজনক।’ কেন্দ্রীয় সরকারের সঙ্গে কেজরিওয়াল সরকারের যে বিষয়গুলো নিয়ে মূলত বিরোধ চলছে, দিল্লী পুলিশের নিয়ন্ত্রণের বিষয়টি তার অন্যতম। রুপীর বৃষ্টি ভারতের উত্তর প্রদেশে ঘটল এক অদ্ভুত ঘটনা। ঝরঝর বৃষ্টি ঝরল বটে, তবে তা পানি নয়। সব কাগুজে নোট। তা আবার ভারতীয় পাঁচ শ’ রুপীর নোট। মুম্বাই থেকে বৃন্দাবনের বঙ্কু বিহারি মন্দির দর্শনে এসেছিলেন ৫০ বছর বয়সী ভক্ত হেমবাতি শঙ্কর। তার ব্যাগে ছিল দেড় লাখ রুপী। এ সময় এক বানর তার ব্যাগটি ছোঁ মেরে নিয়ে যায়। -ওয়েবসাইট রোবট হোটেল জাপানের ‘হুইস টেন বশ’ থিম পার্কে চালু হয়েছে অভিনব রোবট হোটেল। পাঁচতারা হোটেলটিতে অতিথিদের অভ্যর্থনা জানায় রোবট। হোটেলটির নাম রাখা হয়েছে ‘হেন-না হোটেল’। যার আক্ষরিক অর্থ অদ্ভুত হোটেল। অতিথিদের লাগেজ বহন করা থেকে শুরু করে রুমের পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্বেও আছে একাধিক রোবট। ২০১৬ নাগাদ নির্মাণ কাজ শেষ হবে হোটেলটির। -ওয়েবসাইট
×