ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ম্যানইউর হয়ে খেলতে পারা গর্বের ॥ শোয়াইনস্টাইগার

প্রকাশিত: ০৪:১১, ১৭ জুলাই ২০১৫

ম্যানইউর হয়ে খেলতে পারা গর্বের ॥ শোয়াইনস্টাইগার

স্পোর্টস রিপোর্টার ॥ মায়াজাল ছিন্ন করে বেয়ার্ন মিউনিখ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছেন জার্মান অধিনায়ক বাস্তিয়ান শোয়াইনস্টাইগার। দীর্ঘ প্রায় দেড় যুগ বাভারিয়ানদের হৃদপি- হয়ে ছিলেন তিনি। কিন্তু সময়ের পরিক্রমায় তাকে পাড়ি জমাতে হয়েছে সুদূর ইংল্যান্ডে। ওল্ডট্রাফোর্ডে আসার পর শোয়াইন জানিয়েছেন, ক্লাবটিতে খেলতে পেরে তিনি গর্বিত। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক মৌসুম যুক্তরাষ্ট্র সফর সামনে রেখে বৃহস্পতিবার সাক্ষাতকারে শোয়াইনস্টাইগার বলেন, এখানে (ওল্ডট্রাফোর্ড) এসে ইউনাইটেডের হয়ে খেলতে পেরে আমি খুব খুশি, আনন্দিত। এটা সত্যিই অনেক বড় পাওয়া। এটা আমার জীবনের নতুন ধাপ, এখানে আমি শিরোপা জিততে চাই। এই ক্লাবের হয়ে খেলতে পারাটা গর্বের। শুধু সাবেক বস লুইস ভ্যান গালের সঙ্গে আবারও জুটিবদ্ধ হওয়া নয় বরং ক্লাবের হয়ে শিরোপা জয়ই মূল লক্ষ্য বলে জানিয়েছেন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার। স্বদেশী ক্লাব বেয়ার্ন মিউনিখের সঙ্গে ১৭ বছরের বন্ধন শেষ করে গত সোমবার ১২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানইউতে যোগ দিয়েছেন শোয়াইনস্টাইগার। বেয়ার্নের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে আট বুন্দেসলিগা, সাত ডিএফবি পোকালাস ও একটি চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতার পাশাপাশি ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির হয়ে বিশ্বজয় করেন তিনি। সাফল্যের এই ধারাবাহিকতা শোয়াইন ম্যানইউর হয়েও ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। গ্রীষ্মকালীন ট্রান্সফার বাজারে এখন পর্যন্ত নতুন খেলোয়াড়দের সম্পর্কে দারুণ সন্তুষ্টি প্রকাশ করেছেন রেড ডেভিলস কোচ ভ্যান গাল। বিশেষ করে প্রাক-মৌসুম সফরের আগেই ফুটবলাদের দলে পাওয়াতে খুশি ডাচ্ কোচ। এতে করে নতুন খেলোয়াড়দের সঙ্গে প্রস্তুতিটা ভাল হচ্ছে বলে অভিমত রেখেছেন ভ্যান গাল। ম্যানইউর সঙ্গে এক বছরের সম্পর্কের ইতি টেনে আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া গ্রীষ্মকালীন দল বদলের সুযোগে ওল্ডট্রাফোর্ড ছেড়ে চলে যাচ্ছেন বলে জোড় গুঞ্জন শোনা যাচ্ছে। এ কারণে ম্যানইউতে ডি মারিয়ার ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন ভ্যান গাল। ব্রিটিশ গণমাধ্যম জানাচ্ছে, গত বছর ৫৯.৭ মিলিয়ন পাউন্ডের (৯৩.৩৫ মিলিয়ন মার্কিন ডলার) বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া আর্জেন্টাইন তারকা দল বদল করে ফরাসী চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেইনে পাড়ি জমাচ্ছেন। তবে ভ্যান গাল জানিয়েছেন, ২৭ বছর বয়সী ডি মারিয়ার দল ছেড়ে যাওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আসন্ন প্রিমিয়ার লীগ মৌসুমে ডি মারিয়া আর ওল্ডট্রাফোর্ডে থাকছেন কি না এমন প্রশ্নের উত্তরে ডাচ্ কোচ বলেছেন, দেখা যাক কি হয়। ফুটবলে এটা একটি চলমান প্রক্রিয়া। এ কথা আমি আগেও অনেক বলেছি।
×