ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ যেখানে ঈদ

প্রকাশিত: ০৩:৫৬, ১৭ জুলাই ২০১৫

আজ যেখানে ঈদ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এলাহাবাদ দরবার শরীফের অনুসারী বরিশাল ও পটুয়াখালী জেলার লক্ষাধিক পরিবার আজ শুক্রবার ঈদ-উল-ফিতর উদ্যাপন করবে। ইতোমধ্যে তাদের ঈদ উদ্যাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কলাপাড়া নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া থেকে জানান, কলাপাড়ার আড়াই হাজার পরিবার ইদ-উল-ফিতর উদযাপন করবেন শুক্রবার। ইতোমধ্যে এসব পরিবার ঈদের কেনাকাটা সম্পন্ন করেছে। এই অনুসারীদের ২৯টি রোজা বৃহস্পতিবার শেষ হয়েছে। ধানখালী ইউনিয়নের নিশান বাড়িয়া গ্রামের শাহসুফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে এই অনুসারীদের ঈদের নামাজের প্রধান জামায়াত শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। এছাড়া কলাপাড়া পৌরশহরের কুমার পট্টিতে প্রতি বছরের মতো ছোট্ট জামায়াত অনুষ্ঠিত হচ্ছে। নিশানবাড়িয়া দরবার শরীফের পরিচালক নিজাম উদ্দিন বিশ্বাস জানান, তারা চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামের সিলসিলায়ে আলীয়া কাদরিয়া চিশতিয়া জাহাগিরিয়িা তরিকতের অনুসারী। স্থানীয় ভাষায় এদেরকে চাঁদ টুপির অনুসারী বলা হয়। উপজেলার নিশানবাড়িয়া, গন্ডামারি, মরিচবুনিয়া, চালিতাবুনিয়া, ছইলাবুনিয়া, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী, তেগাছিয়া, সাফাখালী, চরপাড়া, আজিমদ্দিন গ্রামে এদের অধিকাংশের বসবাস। ঈদ-উল ফিতর উদযাপনকে ঘিরে এসব পরিবারে বিরাজ করছে আনন্দ মুখর পরিবেশ। শরীয়তপুরে ৩৫ গ্রামে নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর থেকে জানান, নড়িয়া উপজেলার সুরেশ্বরী পীরের ভক্তরা আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। জেলার ৩৫টি গ্রামের প্রায় ৩২ হাজার লোক যথাযোগ্য মর্যাদায় ঈদের উৎসবে অংশগ্রহণ করবেন। সকাল ১০ টায় সুরেশ্বরী পীরের মাজার সংলগ্ন মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।
×