ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৮:৪১, ১৬ জুলাই ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ২০. বাঙালী মুসলমান সমাজে নৃত্যচর্চার দ্বার উম্মোচন করেছিলেন কে? ক) শওকত ওসমান খ) আয়াত আলী খান গ) বুলবুল চৌধুরী ঘ) নভেরা আহমেদ ২১. ভয়ানক সামাজিক ব্যাধি ও সমস্যা কোনটি? ক) চুরি খ) ডাকাতি গ) রাহাজানি ঘ) কিশোর অপরাধ ২২. বাংলাদেশের কোন অঞ্চলে ইতোমধ্যে মরুকরণ শুরু হয়ে গেছে? ক) দক্ষিণাঞ্চলে খ) পূবাঞ্চলে গ) পশ্চিমাঞ্চলে ঘ) উত্তরাঞ্চলে ২৩. বাংলাদেশের জনসংখ্যানীতির মূল লক্ষ্য অনুসারে দেশের কোন পর্যন্ত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে? ক) গ্রাম খ) ইউনিয়ন গ) জেলা ঘ) বিভাগ ২৪. পৃথিবীর অধিকাংশ দেশেই কোন ধরনের সরকার রয়েছে? ক) একনায়কতন্ত্র খ) রাজতন্ত্র গ) গণতন্ত্র ঘ) স্বৈরতন্ত্র ২৫. আখ থেকে প্রাপ্ত দ্রব্য কোনটি? ক) মিষ্টি খ) আচার গ) চিনি ঘ) ছামা ২৬. ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি ২৭. ব্রিটিশ শাসনকালে নারী সমাজ ব্যাপকভাবে পিছিয়ে থাকার কারণ কী ছিল? ক) সামাজিক অনুশাসন খ) বৈষম্যনীতি গ) আইনগত বাধা ঘ) সামকাজিক অসহযোগিতা ২৮. বাংলাদেমের বিভিন্ন জেলায় বসবাসরত অন্ত্রিক গোত্রের মানুষেরা হলো- র. কাঁহালী রর. মুন্ডা ররর. মালো নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ২৯. বাংলাদেশ কোন প্রকৃতির দেশ? ক) শিল্পসমৃদ্ধ দেশ খ) শীতপ্রধান দেশ গ) নদীমাতৃক দেশ ঘ) বনজসম্পদ সমৃদ্ধ দেশ ৩০. বেসরকারী সংস্থাগুলো কোন পদ্ধতি গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য কাজ করছে? ক) পরিবার পরিকল্পনা খ) জনসংখ্যা নিয়ন্ত্রণ গ) টিকাদান ঘ) শিশু মৃত্যু হ্রাস ৩১. গারোদের আদি ধর্মের নাম কী ছিল? ক) সাংসারেক খ) গারোসারেক গ) গারসারেং ঘ) সংসারেঙ ৩২. আজকাল যার মধ্যে ধূমপানসহ অন্যান্য নেশার দ্রব্য গ্রহণের হার বেড়েছে- র. কিশোর রর. বৃদ্ধ ররর. যুব সমাজ নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৩৩. কোনটির মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সকল কাজ সম্পাদিত হয়? ক) রাজনৈতিক দলের খ) মন্ত্রিপরিষদের গ) শাসন বিভাগের ঘ) সরকারের ৩৪. কিশোর অপরাধ সংঘটনের সঙ্গে কোনটি সম্পর্কিত? ক) অর্থসম্পদ খ) মানসম্মান গ) জনজীবনের নিরাপত্তা ঘ) জাতীয় নিরাপত্তা ৩৫. জলপাই পাতা কিসের প্রতীক? ক) যুদ্ধের খ) নিরাপত্তার গ) শান্তির ঘ) অধিকারের ৩৬. জনগণের আয় বৃদ্ধি পেলে যা হয়- র. জীবনযাত্রা মান বৃদ্ধি পায় রর. দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় ররর. ক্ষুধামুক্ত জাতি গঠন করা যায় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৭. সম্পদ যেখানে সীমিত সেখানে একটি দেশের বিশাল জনসংখ্যা তার জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়- উক্ত বাক্যটি কোন দেশের জন্য প্রযোজ্য? ক) বাংলাদেশ খ) ভারত গ) ভুটান ঘ) মিয়ানমার ৩৮. অদক্ষ মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করা যায়- র. শিক্ষার মাধ্যমে রর. প্রশিক্ষণের মাধ্যমে ররর. কর্মসংস্থানের মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৯. কোন খনিজ সম্পদটি বাংলাদেশে পাওয়া যায়? ক) লোহা খ) রূপা গ) ব্রোঞ্জ ঘ) সিলিকা বালি ৪০. জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত? ক) সোনারগাঁও খ) আগারগাঁও গ) শাহবাগ ঘ) বকশীবাজার ৪১. সমাজের নৈতিক পরিবেশ বিঘিœত হচ্ছে কেন? ক) কিশোররা মাদকসক্তিতে জড়াচ্ছে বলে খ) শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবে গ) নৈতিকতাসম্পন্ন শিক্ষকের অভাবে ঘ) নৈতিক প্রশিক্ষণকেন্দ্র না থাকার কারণে
×