ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলা ২য় পত্র

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৮:৩৭, ১৬ জুলাই ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

১. কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ? ক) কঞ্চিটি বাঁকিয়ে ধর খ) সাইরেন বেজে উঠল গ) খোকাকে কাঁদিও না ঘ) আকাশে চাঁদ দেখি নি ২. ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’ - তাঁকে এককথায় কী বলা হয়? ক) ইতিহাসবেত্তা খ) ঐতিহাসিক গ) ইতিহাস স্রষ্টা ঘ) ইতিহাস রচয়িতা ৩. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? ক) ষ্ + ণ খ) ষ + ন গ) য্ + ঙ ঘ) য্ + ঞ ৪. ‘পঙ্কজ’ কোন তৎপুরুষ নিষ্পন্ন শব্দ? ক) অলুক খ) উপপদ গ) সপ্তমী ঘ) দ্বিতীয়া ৫. ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি? ক) মুখবিবর ও জিহ্বা খ) কন্ঠ, ওষ্ঠ ও জিহ্বা গ) দন্ত ও ওষ্ঠ ঘ) মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ ৬. ‘যেমন কর্ম তেমন ফল’ - বাক্যে কোন ধরনের অব্যয় ব্যবহৃত হয়েছে? ক) নিত্য সম্বন্ধীয় খ) অনুকার গ) অনন্বয়ী ঘ) বাক্যালংকার ৭. কোন মব্দে সাধারণত ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়? ক) সমাসবদ্ধ শব্দে খ) অব্যয়যুক্ত শব্দে গ) সন্ধিযুক্ত শব্দে ঘ) প্রত্যয়যুক্ত শব্দে ৮. নিম্নের কোনটি বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন সাধিত হয়েছে? ক) হাঁড়ি হাঁড়ি সন্দেশ খ) বাগানে ফুল ফুটেছে গ) অঢেল টাকা পয়সা ঘ) অজস্র লোক ৯. ‘ক্স’ যুক্ত বর্ণটির স্বরূপ কী? ক) ক্ + স খ) ক্ + য-ফলা গ) ক্ + র-ফলা ঘ) ক্ + ছ ১০. পূর্বপদে বিভক্তি লোপে কোন সমাস হয়? ক) অব্যয়ীভাব খ) তৎপুরুষ গ) কর্মধারয় ঘ) দ্বিগু ১১. চ, ছ, জ, ঝ, ঞ - এ পাঁচটি তালব্য ধ্বনির অপর নাম কী? ক) পশ্চাৎ তালুজাত ধ্বনি খ) পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি গ) অগ্র তালুজাত ধ্বনি ঘ) অগ্র দন্তমূলীয় ধ্বনি ১২. কোনটি ভাববাচক বিশেষ্য? ক) মাইকেল খ) লন্ডন গ) তারল্য ঘ) দর্শন ১৩. নিচের কোনটি মিশ্র শব্দ? ক) আলপিন খ) মাস্টার গ) জানোয়ার ঘ) খ্রিষ্টাব্দ ১৪. কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি? ক) ও খ) অ গ) এ ঘ) উ ১৫. কোন বাক্যে বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন হয়েছে? ক) অজস্র লোক খ) লাল লাল ফুল গ) দেখে দেখে যেও ঘ) বাগানে ফুল ফুটেছে ১৬. ‘নাজজামাই’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) নাতি + জামাই খ) নাতিন + জামািই গ) নাজ্ + জামাই ঘ) নাত + জামাই ১৭. যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন সমাস বলে? ক) দ্বন্ধ সমাস খ) কর্মধারয় সমাস গ) তৎপুরুষ সমাস ঘ) বহুব্রীহি সমাস ১৮. বাংলাদেশে তুর্কি আগমন ও মুসলিম শাসন পত্তনের সুযোগক্রমে কোন কোন ভাষার প্রচুর শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে? ক) আরবি ও ফারসি খ) তুর্কি ও হিন্দি গ) তুর্কি ও ফারসি ঘ) ফারসি ও হিন্দি ১৯. ভিন্নার্থক পদযোগে কোন দ্বিরুক্ত শব্দটি গঠিত হয়েছে? ক) আশাযাওয়া খ) মারামারি গ) চালচলন ঘ) পথঘাট
×